ক্যাম্পাস ডেস্ক
শুধু সনদ বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চার পরিধি ছড়িয়ে পড়েছে গবেষণার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আয়োজন করা হয়েছে গবেষণা উৎকর্ষ সম্মাননা অনুষ্ঠান ২০২৫।
২ জুলাই বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। উদ্যোগের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এর মূল লক্ষ্য, গবেষণাভিত্তিক শিক্ষা-সংস্কৃতিকে জোরদার করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় প্রেরণা জোগানো।
অনুষ্ঠানের সূচনা করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, আমন্ত্রিত গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপাচার্য ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা স্মারক। মুখে প্রশান্তির হাসি, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন—এই ছিল দিনটির সবচেয়ে আলোঝলমলে মুহূর্ত।
শুধু সনদ বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চার পরিধি ছড়িয়ে পড়েছে গবেষণার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আয়োজন করা হয়েছে গবেষণা উৎকর্ষ সম্মাননা অনুষ্ঠান ২০২৫।
২ জুলাই বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। উদ্যোগের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এর মূল লক্ষ্য, গবেষণাভিত্তিক শিক্ষা-সংস্কৃতিকে জোরদার করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় প্রেরণা জোগানো।
অনুষ্ঠানের সূচনা করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, আমন্ত্রিত গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপাচার্য ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা স্মারক। মুখে প্রশান্তির হাসি, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন—এই ছিল দিনটির সবচেয়ে আলোঝলমলে মুহূর্ত।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে