ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ডিউক অব অ্যাডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাফল্য পাওয়া তরুণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান ও প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আল্ল্যাইয়ারসহ ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিশিষ্ট অতিথিরা, পুরস্কারপ্রাপ্তরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো অনানুষ্ঠানিক শিক্ষা এবং শেখার জন্য একটি বিখ্যাত বিশ্বব্যাপী কাঠামো যা তরুণদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণে, কৃতিত্ব স্বীকার করতে এবং সমাজে উপকারী অবদান রাখতে অনুপ্রাণিত করে। ২০১৩ সালে ডিআইইউ-তে প্রতিষ্ঠার পর থেকে, প্রোগ্রামটি উল্লেখযোগ্য সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করেছে এবং বর্তমানে ৪৯ জন নিবন্ধিত শিক্ষার্থী এই প্রোগ্রামে জড়িত।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০ জন অংশগ্রহণকারী সফলভাবে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার জিতেছে। অনুষ্ঠানের মূল ফোকাস ছিল এই সেমিস্টারের জন্য ১৩ জন তরুণকে ব্রোঞ্জ পুরস্কার দেওয়া। মেহেদী হাসান রাব্বি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে একজন। তিনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা তাঁর সমবয়সীদের এবং উপস্থিত অন্য অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। সৌরভ দাস আরেক ব্রোঞ্জ পুরস্কারপ্রাপ্ত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র এবং বর্তমানে পোল্যান্ডের ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ছেন। তিনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি পুরস্কারপ্রাপ্তদের সার্টিফিকেট এবং পিন দেওয়ার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর এম. লুৎফর রহমান পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন। তাঁদের এই অর্জনের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে ও শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়ে সামাজিক দায়বদ্ধতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। এটি করার মাধ্যমে তিনি শুধু পুরস্কারপ্রাপ্তদের ব্যক্তিগত কৃতিত্ব স্বীকার করেন না, বরং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে তাঁদের ভূমিকার ওপর জোর দেন, যা তাঁদের চারপাশের বিশ্বে একটি বাস্তব পার্থক্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ডিউক অব অ্যাডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামে সাফল্য পাওয়া তরুণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান ও প্রক্টর অধ্যাপক শেখ মোহাম্মদ আল্ল্যাইয়ারসহ ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের বিশিষ্ট অতিথিরা, পুরস্কারপ্রাপ্তরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডিউক অব অ্যাডিনবার্গের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো অনানুষ্ঠানিক শিক্ষা এবং শেখার জন্য একটি বিখ্যাত বিশ্বব্যাপী কাঠামো যা তরুণদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণে, কৃতিত্ব স্বীকার করতে এবং সমাজে উপকারী অবদান রাখতে অনুপ্রাণিত করে। ২০১৩ সালে ডিআইইউ-তে প্রতিষ্ঠার পর থেকে, প্রোগ্রামটি উল্লেখযোগ্য সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করেছে এবং বর্তমানে ৪৯ জন নিবন্ধিত শিক্ষার্থী এই প্রোগ্রামে জড়িত।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭০ জন অংশগ্রহণকারী সফলভাবে ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার জিতেছে। অনুষ্ঠানের মূল ফোকাস ছিল এই সেমিস্টারের জন্য ১৩ জন তরুণকে ব্রোঞ্জ পুরস্কার দেওয়া। মেহেদী হাসান রাব্বি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে একজন। তিনি অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা তাঁর সমবয়সীদের এবং উপস্থিত অন্য অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। সৌরভ দাস আরেক ব্রোঞ্জ পুরস্কারপ্রাপ্ত। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র এবং বর্তমানে পোল্যান্ডের ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ছেন। তিনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি পুরস্কারপ্রাপ্তদের সার্টিফিকেট এবং পিন দেওয়ার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর এম. লুৎফর রহমান পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন। তাঁদের এই অর্জনের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে ও শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দিয়ে সামাজিক দায়বদ্ধতার বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। এটি করার মাধ্যমে তিনি শুধু পুরস্কারপ্রাপ্তদের ব্যক্তিগত কৃতিত্ব স্বীকার করেন না, বরং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে তাঁদের ভূমিকার ওপর জোর দেন, যা তাঁদের চারপাশের বিশ্বে একটি বাস্তব পার্থক্য তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২৫ শিক্ষাবর্ষে দেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ওবারলিন কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আন্ডারগ্র্যাজুয়েটের ছাত্র শাহরিয়ার আবরার হিমেল। চার বছরের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনি। অনেকের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারগ্র্যাড পর্যায়ে কলেজে আবেদন করতে ও স্কলারশিপ পেতে...
১৭ ঘণ্টা আগেPre-listening & Prediction (গত সংখ্যার পর) ঘ। সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মেলানো আমরা এতক্ষণ প্রশ্নপত্রের বিশ্লেষণ করেছি, সম্ভাব্য উত্তর ধারণা করেছি। এবার রেকর্ডিংয়ের টেক্সট (লিখিত রূপ) এর সঙ্গে মিলিয়ে দেখি কী হয়!
১৭ ঘণ্টা আগেবেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
২ দিন আগে