শিক্ষা ডেস্ক
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজনে সম্পন্ন হলো ‘Law Verse 1.0’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শর্ট মুট কোর্ট প্রতিযোগিতা। দীর্ঘ প্রতিযোগিতামূলক লড়াই শেষে ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) দল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন ফাইয়াজ হাসান রাফি ও আমানত আহমেদ জিহাদ।
২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয় একই দিনে। প্রতিটি ধাপেই অংশগ্রহণকারী দলগুলো তাদের আইনজ্ঞান ও যুক্তিতর্কের দক্ষতা প্রদর্শন করে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ২২ ফেব্রুয়ারির চূড়ান্ত পর্বে এআইইউবি ও স্টামফোর্ডের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে এআইইউবি দল দক্ষতা ও যুক্তির মাধ্যমে স্টামফোর্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন মো. মোমিনুল ইসলাম (জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ), মো. হারুন রেজা (যুগ্ম জেলা জজ, ঢাকা) এবং অ্যাডভোকেট কাজী নাফিউল মাজিদ (বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী)। তাঁদের নিরপেক্ষ মূল্যায়ন ও সুচিন্তিত সিদ্ধান্ত প্রতিযোগিতাকে আরও ন্যায়সংগত এবং প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আতিকুস সামাদ (ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মিস লাবিবা আবদুল্লাহ (সদস্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ড) এবং ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন (ডিন, আইন অনুষদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ)। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়।
সমাপনী অনুষ্ঠানে বিচারকেরা প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য দেন। পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিস লাবিবা আবদুল্লাহ জানান, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজনে সম্পন্ন হলো ‘Law Verse 1.0’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শর্ট মুট কোর্ট প্রতিযোগিতা। দীর্ঘ প্রতিযোগিতামূলক লড়াই শেষে ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) দল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন ফাইয়াজ হাসান রাফি ও আমানত আহমেদ জিহাদ।
২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয় একই দিনে। প্রতিটি ধাপেই অংশগ্রহণকারী দলগুলো তাদের আইনজ্ঞান ও যুক্তিতর্কের দক্ষতা প্রদর্শন করে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ২২ ফেব্রুয়ারির চূড়ান্ত পর্বে এআইইউবি ও স্টামফোর্ডের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে এআইইউবি দল দক্ষতা ও যুক্তির মাধ্যমে স্টামফোর্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন মো. মোমিনুল ইসলাম (জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ), মো. হারুন রেজা (যুগ্ম জেলা জজ, ঢাকা) এবং অ্যাডভোকেট কাজী নাফিউল মাজিদ (বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী)। তাঁদের নিরপেক্ষ মূল্যায়ন ও সুচিন্তিত সিদ্ধান্ত প্রতিযোগিতাকে আরও ন্যায়সংগত এবং প্রাণবন্ত করে তোলে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আতিকুস সামাদ (ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মিস লাবিবা আবদুল্লাহ (সদস্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ড) এবং ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন (ডিন, আইন অনুষদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ)। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়।
সমাপনী অনুষ্ঠানে বিচারকেরা প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য দেন। পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিস লাবিবা আবদুল্লাহ জানান, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৩১ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগেসৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
৫ ঘণ্টা আগেএকটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে।
৫ ঘণ্টা আগেবছরের প্রতিটি দিনই হয়তো মায়ের জন্য, কিন্তু মে মাসের এই বিশেষ দিনে আমরা একটু থেমে যাই, একটু গভীরভাবে ভাবি এই মানুষের কথা, যাঁর ভালোবাসা নিঃশর্ত, যাঁর আত্মত্যাগ সীমাহীন। ১১ মে বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মা দিবস—শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করার এক অনন্য দিন। আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া...
৬ ঘণ্টা আগে