ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর বৈঠক হয়েছে। বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব শিক্ষক–বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি করেছেন ছাত্রনেতারা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের লাউঞ্জে দুই দফায় ১১টি ছাত্রসংগঠনের নেতা–কর্মীর সঙ্গে বৈঠক করেন ড. নিয়াজ।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন, শিক্ষার পরিবেশ সৃষ্টি ও সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার কথা বলেন ছাত্রনেতারা।
ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতির বিষয়ে উপ–উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। আমাদের এখন কাজ হলো, ক্লাস–পরীক্ষা শুরু করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’
দুই দফা বৈঠকে প্রথম দফায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল; গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী; বিপ্লবী, ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞান নাইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফার বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন; ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান; বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ; ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক; ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রসংগঠনগুলোর বৈঠক হয়েছে। বৈঠকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব শিক্ষক–বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি করেছেন ছাত্রনেতারা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের লাউঞ্জে দুই দফায় ১১টি ছাত্রসংগঠনের নেতা–কর্মীর সঙ্গে বৈঠক করেন ড. নিয়াজ।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন, শিক্ষার পরিবেশ সৃষ্টি ও সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার কথা বলেন ছাত্রনেতারা।
ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্ররাজনীতির বিষয়ে উপ–উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা কথা বলবেন। আমাদের এখন কাজ হলো, ক্লাস–পরীক্ষা শুরু করা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসের কার্যক্রম ও অন্যান্য বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’
দুই দফা বৈঠকে প্রথম দফায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল; গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটির সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী; বিপ্লবী, ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী, নৃবিজ্ঞান নাইম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফার বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন; ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান; বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সাধারণ সম্পাদক সামি আব্দুল্লাহ; ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক; ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক; সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) ঢাবি শাখার সভাপতি সুহাইল আহমেদ শুভ প্রমুখ অংশ নেন।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৬ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৬ ঘণ্টা আগে