মোহাম্মদ রাজীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় বলতে ভেসে ওঠে হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। স্বপ্নবাজ শিক্ষার্থীদের পদচারণে মুখর ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের আগমন আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলে প্রতিটি ক্যাম্পাস। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগমনে যেন নব যৌবন ফিরে পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ, কাঁঠালতলা, ব্যাডমিন্টন কোর্ট, মেইন গেট, শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠ, লাভ ব্রিজসহ প্রতিটি চত্বর এখন নতুনদের উপস্থিতিতে মুখর।
৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নানা আয়োজনে প্রতিটি বিভাগ তাদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁদের নতুন অধ্যায় শুরু করেছেন।
ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী মায়িশা মৌমি। ক্যাম্পাসজীবন শুরু করে ভীষণ আনন্দিত তিনি। উচ্ছ্বসিত মৌমি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরে নবীন শিক্ষার্থীরা আনন্দিত। ক্যাম্পাসের আড্ডায় এখন সেসব গল্পই ঘুরেফিরে আসছে। কেউ কেউ নতুন বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন, কেউবা বসে আড্ডায় মেতে উঠছেন। বিশ্ববিদ্যালয়ে আসা এসব নবীন শিক্ষার্থী আগামী দিনের জন্য বুনে চলেছেন স্বপ্নজাল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের ২৬তম বিশ্ববিদ্যালয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে প্রাচীন শালবনবিহারের কোল ঘেঁষে সালমানপুর গ্রামে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। শিক্ষা, গবেষণা এবং পঠন-পাঠনে অভূতপূর্ব সাফল্যের জন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইতিমধ্যে সুনামের অধিকারী হয়েছেন।
বিশ্ববিদ্যালয় বলতে ভেসে ওঠে হাজারো তারুণ্যের স্বপ্নময় মুখ। স্বপ্নবাজ শিক্ষার্থীদের পদচারণে মুখর ক্যাম্পাস। নবীন শিক্ষার্থীদের আগমন আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলে প্রতিটি ক্যাম্পাস। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগমনে যেন নব যৌবন ফিরে পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ, কাঁঠালতলা, ব্যাডমিন্টন কোর্ট, মেইন গেট, শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠ, লাভ ব্রিজসহ প্রতিটি চত্বর এখন নতুনদের উপস্থিতিতে মুখর।
৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। নানা আয়োজনে প্রতিটি বিভাগ তাদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁদের নতুন অধ্যায় শুরু করেছেন।
ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী মায়িশা মৌমি। ক্যাম্পাসজীবন শুরু করে ভীষণ আনন্দিত তিনি। উচ্ছ্বসিত মৌমি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরে নবীন শিক্ষার্থীরা আনন্দিত। ক্যাম্পাসের আড্ডায় এখন সেসব গল্পই ঘুরেফিরে আসছে। কেউ কেউ নতুন বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন, কেউবা বসে আড্ডায় মেতে উঠছেন। বিশ্ববিদ্যালয়ে আসা এসব নবীন শিক্ষার্থী আগামী দিনের জন্য বুনে চলেছেন স্বপ্নজাল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের ২৬তম বিশ্ববিদ্যালয়। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে প্রাচীন শালবনবিহারের কোল ঘেঁষে সালমানপুর গ্রামে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। শিক্ষা, গবেষণা এবং পঠন-পাঠনে অভূতপূর্ব সাফল্যের জন্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইতিমধ্যে সুনামের অধিকারী হয়েছেন।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৬ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৬ ঘণ্টা আগে