তানিয়া আক্তার
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।
এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।
দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।
দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,
‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।
পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।
এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।
দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।
দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,
‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।
পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে