Ajker Patrika

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মহান ভাষাশহীদ দিবস উদ্‌যাপন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মহান ভাষাশহীদ দিবস উদ্‌যাপন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মহান ভাষাশহীদ দিবস উদ্‌যাপন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্‌যাপন করা হয়েছে।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রভাতফেরিতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকার পল্লবী, মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৫২ সালের ভাষাশহীদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেসঙ্গে তিনি জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সব ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব কর্তৃক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সবশেষে, ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত