Ajker Patrika
সাক্ষাৎকার

ঢাকা কলেজ থেকে ওয়েবস্টারে

ঢাকা কলেজ থেকে ওয়েবস্টারে

ঢাকা কলেজের ২০১০-১১ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী মো. তানজীমুল ইসলাম। একসময় সরকারি চাকরি না পেয়ে হতাশ হন। শুরু করেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি। সফলতাও পেয়েছেন তানজীম। আইইএলটিএস পরীক্ষায় পেয়েছেন ৭.৫। বর্তমানে তানজীম যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত হোসাইন

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য কবে থেকে প্রস্তুতি শুরু করেছেন?

তানজীম: ২০১৬ সালে ব্যাচেলর সম্পন্ন করার পর সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি। কয়েকটিতে ভাইভা পর্যন্ত পৌঁছালেও চাকরি না হওয়ায় মানসিকভাবে হতাশ হয়ে পড়ি। তখন সিদ্ধান্ত নিই, ক্যারিয়ার উন্নত করতে দেশের বাইরে উচ্চশিক্ষার চেষ্টা করব। এরপর থেকে আইইএলটিএসের জন্য প্রস্তুতি শুরু করি।

প্রশ্ন: নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে?

তানজীম: দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা চ্যালেঞ্জিং প্রক্রিয়া ছিল। বিশেষ করে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির দরকার ছিল। আমরা জানি, বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আইইএলটিএস বা সমমানের পরীক্ষা দিতে হয়। প্রথমবার ২০২১ সালে আইইএলটিএস দিয়ে ৬ স্কোর করি; কিন্তু তাতে সন্তুষ্ট ছিলাম না। এরপর কয়েক মাস কঠোর পরিশ্রম করে আবার পরীক্ষা দিয়ে ৭.৫ স্কোর অর্জন করি। এটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবেদনপ্রক্রিয়া কেমন ছিল?

তানজীম: যুক্তরাষ্ট্রে আবেদনপ্রক্রিয়া সময়সাপেক্ষ। প্রথমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেঁটে পছন্দের প্রোগ্রামগুলো বাছাই করি। তবে পুরো প্রক্রিয়া সহজ করতে একটি কনসালট্যান্সির সাহায্য নিই, যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। এই কনসালট্যান্সি আমাকে যেসব বিষয়ে সাহায্য করেছে:

  • বিশ্ববিদ্যালয় বাছাই: একাডেমিক প্রোফাইল ও আগ্রহের ভিত্তিতে উপযুক্ত প্রোগ্রাম চিহ্নিত করা।
  • ডকুমেন্ট প্রস্তুত: একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আইইএলটিএস স্কোর রিপোর্ট, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং লেটার অব রিকমেন্ডেশন (এলওআর) তৈরিতে গাইডলাইন দেওয়া।
  • আবেদনপ্রক্রিয়া: আবেদন ফি, বিশ্ববিদ্যালয়ের পোর্টালে ডকুমেন্ট আপলোড করা এবং অন্যান্য ফরম পূরণে সহায়তা।
  • ভিসার প্রক্রিয়া: ডিএস-১৬০ ফরম পূরণ, এসইভিআইএস ফি ও দূতাবাসে সাক্ষাৎকারের প্রস্তুতি।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য কী কী প্রয়োজন?

তানজীম: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইইএলটিএস, টোয়েফল বা সমমানের স্কোর; আর্থিক প্রস্তুতি, অর্থাৎ টিউশন ফি ও জীবিকা নির্বাহের খরচের জন্য ফান্ড দেখানো এবং একাডেমিক যোগ্যতা। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি): পড়াশোনার উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করতে হয় এবং শিক্ষক বা কাজের সুপারভাইজারের কাছ থেকে লেটার অব রিকমেন্ডেশন (এলওআর)।

প্রশ্ন: বিদেশে যোগ্যতা ও দক্ষতা কেমন ছিল?

তানজীম: বিদেশে পড়াশোনা ও কাজের জন্য দক্ষতা ও যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় দক্ষতার উন্নয়ন ও একাডেমিক প্রোফাইল মজবুত করা জরুরি ছিল।

প্রশ্ন: দূতাবাসের সাক্ষাৎকার কীভাবে ফেস করেছেন?

তানজীম: দূতাবাসের সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। ডিএস-১৬০ ফরমে দেওয়া তথ্য পড়েছিলাম; যেখানে যাব, সেখানকার আবহাওয়া ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সব তথ্য নিয়েছিলাম। সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষাগত প্রোফাইল, কেন এই প্রোগ্রাম বেছে নিয়েছি এবং পড়াশোনা শেষে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে স্পষ্টভাবে কথা বলেছি।

প্রশ্ন: ভিসা পাওয়ার পর অনুভূতি কেমন ছিল?

তানজীম: ভিসার প্রক্রিয়া ও আবেদন সফল হওয়ার পর অনুভূতি ছিল অসাধারণ। তবে কিছুটা দুশ্চিন্তা ও উত্তেজনা ছিল। কারণ, নতুন দেশ ও পরিবেশ সবকিছু সামলানোর প্রস্তুতি নিতে হচ্ছিল।

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে আপনার আবাসনের ব্যবস্থা কেমন?

তানজীম: বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি শেয়ারড অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করেছি। নতুন জায়গায় মানিয়ে নেওয়ার জন্য শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জ ছিল। তবে স্থানীয় বাঙালি কমিউনিটির সঙ্গে যোগাযোগ করায় অনেক সাহায্য পেয়েছি। তারা আমাকে সঠিক দিকনির্দেশনা দিয়েছে।

প্রশ্ন: যাঁরা আপনার মতো যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে চান, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?

তানজীম: আমি বলব, যদি কেউ দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চায়, তাহলে এতটা সংগ্রাম করতে হবে না, যেটা আমরা সরকারি চাকরির জন্য করি। কিছু রিকয়ারমেন্ট ফিলাপ করলে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আসা যাবে, যেমন ইংরেজি ভাষার দক্ষতা; ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত এসওপি এবং এলওআর; ভিসা সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি; আর্থিক পরিকল্পনা—টিউশন ফি ও দৈনন্দিন খরচের জন্য প্রয়োজনীয় ফান্ড; স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হোন, তাতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত