Ajker Patrika

অবশেষে চালু হচ্ছে জবির একমাত্র ছাত্রী হল

প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
অবশেষে চালু হচ্ছে জবির একমাত্র ছাত্রী হল

একাধিকবার মেয়াদ বৃদ্ধি করে প্রায় ১১ বছর ধরে চলেছে নির্মাণকাজ। এখন চলছে শেষদিকের ঘষামাজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই সিট বরাদ্দের কার্যক্রম শুরু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে। ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হলে ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব হলে’ উঠতে পারবেন জবির ছাত্রীরা।    

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিট বরাদ্দের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ছাত্রী হলের নীতিমালা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে, যা আগামী সিন্ডিকেটে পাস হবে। নীতিমালার বাইরে কোনো ধরনের প্রভাব দেখিয়ে হলের সিট পাওয়া যাবে না।’    

এ বিষয়ে জবি প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘হলের কাজ প্রায় শেষ। ফিনিশিং পর্যায়ে আছে। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন ক্যাম্পাস খোলার আগেই যেন ছাত্রীদের ওঠার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আশা করি, ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই ছাত্রীরা হলে উঠে যেতে পারবে।’

হলের প্রকল্প পরিচালক ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। শিগগির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব বুঝিয়ে দেব।’

হল নির্মাণের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। কাজ শেষ না হলে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। এরপর তৃতীয় দফায় মেয়াদ ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ মেয়াদ আরও বৃদ্ধি করায় বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত