শিক্ষা ডেস্ক
বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই যেন এক ভয়ের নাম গণিত! ছোটবেলায় পাঠ্যবইয়ের অঙ্ক না পারলে আমরা সহায়ক বইয়ের সাহায্য নিতাম। কিন্তু অনেক সময় সেসব বইয়ে ভুল উত্তর থাকত বা সমাধানের ধাপগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হতো না। এখন সে যুগ বদলে গেছে। গাইড বইয়ের বদলে হাতে থাকা স্মার্টফোনেই মিলছে নির্ভরযোগ্য সাহায্য। পাটিগণিত, বীজগণিত, সূত্র মনে রাখা কিংবা জটিল সমস্যার সমাধান—সবই করে দিতে পারে এই ৬টি জনপ্রিয় অ্যাপ!
১. ফটোম্যাথ
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্যতম সেরা অ্যাপ ফটোম্যাথ। সাধারণ গণিত থেকে শুরু করে ক্যালকুলাস, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, অসমতা, ম্যাট্রিকসসহ গণিতের এক বিস্তৃত পরিসরের সমস্যার সমাধান পাবেন এই অ্যাপে। শুধু ফোনের ক্যামেরা দিয়ে সমীকরণের ছবি তুললেই সমাধান পেয়ে যাবেন। চাইলে ধাপে ধাপে সমাধান দেখেও বুঝতে পারবেন। আগে করা অঙ্কগুলোও এই অ্যাপ সংরক্ষণ করে রাখে। এতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে সহজেই আগের সমীকরণগুলোর সমাধান খুঁজে পাওয়া যায়।
২. ম্যালম্যাথ
ম্যালম্যাথ অ্যাপটি আপনার নিজের বাসার হোম টিউটরের মতো কাজ করে থাকে। এটি যেকোনো গাণিতিক সমস্যার সমাধান ধাপে ধাপে ব্যাখ্যা করে দেয়। ক্যালকুলাস, ত্রিকোণমিতি, লগারিদম, লিমিটসহ প্রায় সব ধরনের অঙ্ক এতে করা যায়। সবচেয়ে দারুণ বিষয় হলো, অ্যাপটি অফলাইনেও কাজ করে।
৩. জিওজেব্রা ক্ল্যাসিক
এই অ্যাপ জ্যামিতি, বীজগণিত, পরিসংখ্যান ও সম্ভাব্যতা—এই চারটি বিষয় সহজভাবে শেখাতে খুবই কার্যকর। শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য এতে গ্রাফ আঁকা, স্থানাঙ্ক বসানো ও মডেল তৈরির সুবিধা রয়েছে।
৪. অল ম্যাথ ফর্মুলা
অঙ্ক করার সময় সূত্র ভুলে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। এ সমস্যা দূর করতে সাহায্য করবে অল ম্যাথ ফর্মুলা অ্যাপটি। এখানে বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, সংখ্যাতত্ত্বসহ ১ হাজারের বেশি সূত্র এক জায়গায় পাওয়া যাবে।
৫. মাইস্ক্রিপ্ট ক্যালকুলেটর
এই অ্যাপটিতে আপনি সরাসরি স্ক্রিনে হাত দিয়ে অঙ্ক লিখলে তা নিজে থেকেই বুঝে নেয় এবং সমাধান করে দেয়। মৌলিক পাটিগণিত, ঘনমূল, বর্গমূল, লগারিদম, ত্রিকোণমিতি ও শতকরা হিসাব করতে পারেন সহজেই।
৬. সায়েন্টিফিক ক্যালকুলেটর
ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল, লগারিদমসহ নানা জটিল গণিত সমস্যার সমাধান করতে এই অ্যাপটি দারুণ কার্যকর। এখানে রয়েছে মোড পরিবর্তনের সুবিধা, হাইলাইট করে ধাপে ধাপে সমাধান বোঝানোর সুবিধা এবং আগে করা সমাধান সংরক্ষণের অপশন।
প্রতিদিনই তো আমরা নানা কাজে স্মার্টফোন ব্যবহার করি, তবে এবার স্মার্টফোন হোক গণিত শেখার সঙ্গী!
বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই যেন এক ভয়ের নাম গণিত! ছোটবেলায় পাঠ্যবইয়ের অঙ্ক না পারলে আমরা সহায়ক বইয়ের সাহায্য নিতাম। কিন্তু অনেক সময় সেসব বইয়ে ভুল উত্তর থাকত বা সমাধানের ধাপগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হতো না। এখন সে যুগ বদলে গেছে। গাইড বইয়ের বদলে হাতে থাকা স্মার্টফোনেই মিলছে নির্ভরযোগ্য সাহায্য। পাটিগণিত, বীজগণিত, সূত্র মনে রাখা কিংবা জটিল সমস্যার সমাধান—সবই করে দিতে পারে এই ৬টি জনপ্রিয় অ্যাপ!
১. ফটোম্যাথ
গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্যতম সেরা অ্যাপ ফটোম্যাথ। সাধারণ গণিত থেকে শুরু করে ক্যালকুলাস, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, অসমতা, ম্যাট্রিকসসহ গণিতের এক বিস্তৃত পরিসরের সমস্যার সমাধান পাবেন এই অ্যাপে। শুধু ফোনের ক্যামেরা দিয়ে সমীকরণের ছবি তুললেই সমাধান পেয়ে যাবেন। চাইলে ধাপে ধাপে সমাধান দেখেও বুঝতে পারবেন। আগে করা অঙ্কগুলোও এই অ্যাপ সংরক্ষণ করে রাখে। এতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে সহজেই আগের সমীকরণগুলোর সমাধান খুঁজে পাওয়া যায়।
২. ম্যালম্যাথ
ম্যালম্যাথ অ্যাপটি আপনার নিজের বাসার হোম টিউটরের মতো কাজ করে থাকে। এটি যেকোনো গাণিতিক সমস্যার সমাধান ধাপে ধাপে ব্যাখ্যা করে দেয়। ক্যালকুলাস, ত্রিকোণমিতি, লগারিদম, লিমিটসহ প্রায় সব ধরনের অঙ্ক এতে করা যায়। সবচেয়ে দারুণ বিষয় হলো, অ্যাপটি অফলাইনেও কাজ করে।
৩. জিওজেব্রা ক্ল্যাসিক
এই অ্যাপ জ্যামিতি, বীজগণিত, পরিসংখ্যান ও সম্ভাব্যতা—এই চারটি বিষয় সহজভাবে শেখাতে খুবই কার্যকর। শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য এতে গ্রাফ আঁকা, স্থানাঙ্ক বসানো ও মডেল তৈরির সুবিধা রয়েছে।
৪. অল ম্যাথ ফর্মুলা
অঙ্ক করার সময় সূত্র ভুলে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। এ সমস্যা দূর করতে সাহায্য করবে অল ম্যাথ ফর্মুলা অ্যাপটি। এখানে বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, সংখ্যাতত্ত্বসহ ১ হাজারের বেশি সূত্র এক জায়গায় পাওয়া যাবে।
৫. মাইস্ক্রিপ্ট ক্যালকুলেটর
এই অ্যাপটিতে আপনি সরাসরি স্ক্রিনে হাত দিয়ে অঙ্ক লিখলে তা নিজে থেকেই বুঝে নেয় এবং সমাধান করে দেয়। মৌলিক পাটিগণিত, ঘনমূল, বর্গমূল, লগারিদম, ত্রিকোণমিতি ও শতকরা হিসাব করতে পারেন সহজেই।
৬. সায়েন্টিফিক ক্যালকুলেটর
ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল, লগারিদমসহ নানা জটিল গণিত সমস্যার সমাধান করতে এই অ্যাপটি দারুণ কার্যকর। এখানে রয়েছে মোড পরিবর্তনের সুবিধা, হাইলাইট করে ধাপে ধাপে সমাধান বোঝানোর সুবিধা এবং আগে করা সমাধান সংরক্ষণের অপশন।
প্রতিদিনই তো আমরা নানা কাজে স্মার্টফোন ব্যবহার করি, তবে এবার স্মার্টফোন হোক গণিত শেখার সঙ্গী!
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৬ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৬ ঘণ্টা আগে