ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। আগামী তিন বছর এই পদে বহাল থাকবেন তিনি। গতকাল মঙ্গলবার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানান।
এর আগে ঢাবি সিএসই বিভাগের অধ্যাপক থাকাকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞানের এই অধ্যাপক।
শিক্ষাজীবনে ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিকস বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের গ্রিন নেটওয়ার্কিং রিচার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন। তাঁর সুপারবিশনে ইতিমধ্যে ৫ জন শিক্ষার্থী পিএইচডি, ২১ জন মাস্টার্স ডিগ্রি ও শতাধিক আন্ডারগ্র্যাজুয়েট রিচার্স থিসিস/প্রজেক্ট সম্পন্ন করেছেন।
২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯—২০১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে ১৮০টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের। তা ছাড়া দেশের উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্রমেই বাড়ছে। স্বভাবতই এই বিভাগের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার, বৃহৎ অর্থে বলতে গেলে গোটা জাতির একধরনের চাওয়া থাকে। আগামী তিন বছর যথাসাধ্য সেটি পূরণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সবার সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সফট স্কিল বৃদ্ধিতে বিশেষ মনোনিবেশ এবং বর্তমান সফলতার ধারা উত্তরোত্তর এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। আগামী তিন বছর এই পদে বহাল থাকবেন তিনি। গতকাল মঙ্গলবার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুদ্দিন মো. তারিকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে অভ্যর্থনা জানান।
এর আগে ঢাবি সিএসই বিভাগের অধ্যাপক থাকাকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞানের এই অধ্যাপক।
শিক্ষাজীবনে ড. আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিকস বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের গ্রিন নেটওয়ার্কিং রিচার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছেন। তাঁর সুপারবিশনে ইতিমধ্যে ৫ জন শিক্ষার্থী পিএইচডি, ২১ জন মাস্টার্স ডিগ্রি ও শতাধিক আন্ডারগ্র্যাজুয়েট রিচার্স থিসিস/প্রজেক্ট সম্পন্ন করেছেন।
২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. মো. রাজ্জাক। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটিতে পিএইচডি করেন ২০০৯ সালে। সেখানেই ২০০৯—২০১১ পর্যন্ত রিচার্স প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন ড. মো. আব্দুর রাজ্জাক। দেশ ও দেশের বাইরের খ্যাতিমান জার্নালে ১৮০টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ রয়েছে তাঁর। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান যুগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের। তা ছাড়া দেশের উচ্চশিক্ষায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্রমেই বাড়ছে। স্বভাবতই এই বিভাগের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার, বৃহৎ অর্থে বলতে গেলে গোটা জাতির একধরনের চাওয়া থাকে। আগামী তিন বছর যথাসাধ্য সেটি পূরণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সবার সহযোগিতায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের সফট স্কিল বৃদ্ধিতে বিশেষ মনোনিবেশ এবং বর্তমান সফলতার ধারা উত্তরোত্তর এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব।’
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে