Ajker Patrika

আয়ারল্যান্ডে বৃত্তি

শিক্ষা ডেস্ক
আয়ারল্যান্ডে বৃত্তি

ইউরোপের একটি বড় অর্থনৈতিক শক্তির দেশ আয়ারল্যান্ড। দেশটিতে বর্ণিল সংস্কৃতি, ঐতিহ্য, আধুনিক জীবনযাত্রা-সবই রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটির রয়েছে প্রচুর সুনাম। দেশটির সরকারের ‘পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম’ বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

সুযোগ-সুবিধা
আয়ারল্যান্ড সরকারের পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। শিক্ষার্থীরা বছরে খরচ বাবদ ২২ হাজার ইউরো (২৯ লাখ ২৩ হাজার ৭১১ টাকা) ও গবেষণা বাবদ ৩ হাজার ২৫০ ইউরো (সাড়ে ৪ লাখ ৩১ হাজার ৯১১ টাকা) দেওয়া হবে।

প্রতিষ্ঠানসমূহ
ট্রিনিটি কলেজ, আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যারি ইমাকুলেট কলেজ, ডাবলিন ডেন্টাল হসপিটাল, কোলাইস্ট মুইরে মারিনো, মাইনথ ইউনিভার্সিটি, মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস, আইন, ন্যাচারাল সায়েন্স, হেলথ সায়েন্স, জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স।

প্রয়োজনীয় নথিপত্র
পাসপোর্টের কপি, সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, রিসার্চ প্রপোজাল, সুপারভাইজার ফরম ও স্টেটমেন্ট অব পারপাস।

আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের এ https://resear ch.ie/funding/goipg/ লিংকে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর, ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত