Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে ফল সেমিস্টার-২০২৩ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘এত দিন তোমরা শুধু বই থেকে শিক্ষা নিয়েছ; এখন বইয়ের পাশাপাশি জীবন ও প্রকৃতি থেকেও শিক্ষা নিতে হবে। একুশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী যত ধরনের জ্ঞান ও দক্ষতা আছে; সব তোমাদের অর্জন করতে হবে।’ 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষা জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের প্রথম কাজ-সময়ের গুরুত্ব দেওয়া। পাশাপাশি মন ও শরীর সুস্থ থেকে শিক্ষাজীবন পরিচালিত করা।’ 

খাজা ইফতেখার উদ্দিন আরও বলেন, সফলতা পেতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটি যত দ্রুত শুরু করা যাবে, সফলতা তত দ্রুত ধরা দেবে। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা-কৌশলসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ওয়াজেদ কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত