শিক্ষা ডেস্ক
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলো
যে বিষয়টি ভালো লাগবে না, সেটিতে মনোযোগ দেওয়া কঠিন। তাই পড়ার আগে বিষয়টি নিজের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা কোরো।
নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলো
মনের মধ্যে যদি রাগ, ক্ষোভ, ঈর্ষা বা হতাশা বাসা বাঁধে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন। ইতিবাচক ভাবনায় নিজেকে ব্যস্ত রাখো।
শ্রোতা হও, শুধু বক্তা নয়
শুধু নিজে বলতে চাইলে হবে না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে শিক্ষকের কথা ভালোভাবে কান দাও, বুঝে শুনে পড়ো—তাহলেই শিখতে সুবিধা হবে।
নিজের ওপর বিশ্বাস রাখো
নিজেকে কখনো ছোট মনে কোরো না। হীনম্মন্যতা নয়, আত্মবিশ্বাসই মনোযোগ ও আগ্রহ বাড়ায়।
মন অন্যদিকে গেলে ফিরিয়ে আনো
পড়ার সময় অন্য চিন্তা এলে তা দূর করার চেষ্টা করো। মনোযোগ হারালে একটু বিরতি নিয়ে আবার শুরু করো।
নিজের পছন্দের সময় কাজে লাগাও
যে সময়টাতে পড়তে ভালো লাগে, তখনই গা ছড়িয়ে গভীর মনোযোগে পড়ো।
শান্ত পরিবেশে পড়ো
শব্দ, হইচই বা অসুবিধাজনক জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পড়ার জন্য আরামদায়ক ও নিরিবিলি জায়গা বেছে নাও।
বিরক্তিকর জিনিস এড়িয়ে চলো
যে জিনিস বা শব্দ মনোযোগ নষ্ট করে, তা যতটা সম্ভব এড়িয়ে চলো।
শরীর সুস্থ রাখো
শরীর অসুস্থ থাকলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই নিয়মিত ঘুম, ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলো।
লেখাপড়াকে ভালোবাসো
যে কাজকে ভালোবাসা যায়, সেটাতেই মন বসে। লেখাপড়াকে ভালোবাসো —তবেই তা সহজ লাগবে।
গবেষণায় দেখা গেছে, মনোযোগ দিয়ে শোনা, দেখা, অনুশীলন ও অধ্যয়নের মাধ্যমে যেকোনো বিষয়ের প্রায় ৯৫ শতাংশ মনে রাখা সম্ভব। তাই মনোযোগ দিয়েই শেখো—এই চর্চাই তোমাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল করবে।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলো
যে বিষয়টি ভালো লাগবে না, সেটিতে মনোযোগ দেওয়া কঠিন। তাই পড়ার আগে বিষয়টি নিজের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা কোরো।
নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলো
মনের মধ্যে যদি রাগ, ক্ষোভ, ঈর্ষা বা হতাশা বাসা বাঁধে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন। ইতিবাচক ভাবনায় নিজেকে ব্যস্ত রাখো।
শ্রোতা হও, শুধু বক্তা নয়
শুধু নিজে বলতে চাইলে হবে না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে শিক্ষকের কথা ভালোভাবে কান দাও, বুঝে শুনে পড়ো—তাহলেই শিখতে সুবিধা হবে।
নিজের ওপর বিশ্বাস রাখো
নিজেকে কখনো ছোট মনে কোরো না। হীনম্মন্যতা নয়, আত্মবিশ্বাসই মনোযোগ ও আগ্রহ বাড়ায়।
মন অন্যদিকে গেলে ফিরিয়ে আনো
পড়ার সময় অন্য চিন্তা এলে তা দূর করার চেষ্টা করো। মনোযোগ হারালে একটু বিরতি নিয়ে আবার শুরু করো।
নিজের পছন্দের সময় কাজে লাগাও
যে সময়টাতে পড়তে ভালো লাগে, তখনই গা ছড়িয়ে গভীর মনোযোগে পড়ো।
শান্ত পরিবেশে পড়ো
শব্দ, হইচই বা অসুবিধাজনক জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পড়ার জন্য আরামদায়ক ও নিরিবিলি জায়গা বেছে নাও।
বিরক্তিকর জিনিস এড়িয়ে চলো
যে জিনিস বা শব্দ মনোযোগ নষ্ট করে, তা যতটা সম্ভব এড়িয়ে চলো।
শরীর সুস্থ রাখো
শরীর অসুস্থ থাকলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই নিয়মিত ঘুম, ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলো।
লেখাপড়াকে ভালোবাসো
যে কাজকে ভালোবাসা যায়, সেটাতেই মন বসে। লেখাপড়াকে ভালোবাসো —তবেই তা সহজ লাগবে।
গবেষণায় দেখা গেছে, মনোযোগ দিয়ে শোনা, দেখা, অনুশীলন ও অধ্যয়নের মাধ্যমে যেকোনো বিষয়ের প্রায় ৯৫ শতাংশ মনে রাখা সম্ভব। তাই মনোযোগ দিয়েই শেখো—এই চর্চাই তোমাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল করবে।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে