Ajker Patrika

চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২ বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১ আসনের বিপরীতে ২০ হাজার ১২২ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ হাজার ৬২১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...