প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে থিম সং, কবিতা ও রচনা আহ্বান করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থিম সং বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি 'থিম সং' তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে 'থিম সং' আহ্বান করা হয়েছিল। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে অধিকতর অংশগ্রহণের জন্য এবার দেশের সকল প্রথিতযশা গীতিকার, সুরকার, শিল্পীসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিতীয়বার 'থিম সং' আহ্বান করা হচ্ছে। থিম সংটিতে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং সমাজ ও দেশে বিশ্ববিদ্যালয়ের অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে। সম্মিলিত, একক দুই ভাবেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। জমা পড়া থিম সং থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে।
আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে এমপিথ্রি/এমপিফোর (mp3 /mp4) ফরম্যাটে থিম সংটি জমা দিতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস প্রশাসন-৩ শাখায় জমা দিতে অথবা [email protected] ইমেইলে পাঠাতে হবে।
কবিতা আহ্বান বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি কবিতা সংকলন প্রকাশিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিকট হতে কবিতা আহ্বান করা হচ্ছে। কবিতার বিষয়বস্তু হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের জনজীবন ইত্যাদি। একটি প্রতিযোগিতা আয়োজন করে কবিতা নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হবে।
অনূর্ধ্ব ৩০০ শব্দের মধ্যে কবিতা পাঠাতে হবে আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে। এ জন্য কবিতার সঙ্গে শিক্ষার্থীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও রোল নম্বর উল্লেখ কাজল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক (অবসরপ্রাপ্ত), ইংরেজি বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় অথবা [email protected] ইমেইলে পাঠাতে হবে।
তৃতীয় বিজ্ঞপ্তিতে 'শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন ও প্রত্যাশা' শীর্ষক রচনা প্রতিযোগিতার জন্য প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি রয়েছে।' ক' ক্যাটাগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, 'খ' ক্যাটাগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং 'গ' ক্যাটাগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
'ক' ক্যাটাগরিতে রচনার বিষয় 'মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশা ও করণীয়', 'খ' ক্যাটাগরির বিষয় “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন শিক্ষা সমাজ-রাজনীতি' এবং 'গ' ক্যাটাগরির বিষয় 'বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা'। অনধিক ২০০০ শব্দের এ প্রবন্ধ এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-৩), প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ তে পাঠাতে। একই সঙ্গে প্রবন্ধের সফটকপি ই-মেইল করতে হবে reg.admin3 @du.ac.bd ঠিকানায়। ৩১ আগস্ট, ২০২১ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে এ প্রবন্ধ প্রেরণ করতে হবে।
প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.du.ac.bd থেকে বিভিন্ন ক্যাটাগরির বিবরণসহ প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে থিম সং, কবিতা ও রচনা আহ্বান করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থিম সং বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি 'থিম সং' তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে 'থিম সং' আহ্বান করা হয়েছিল। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে অধিকতর অংশগ্রহণের জন্য এবার দেশের সকল প্রথিতযশা গীতিকার, সুরকার, শিল্পীসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিতীয়বার 'থিম সং' আহ্বান করা হচ্ছে। থিম সংটিতে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং সমাজ ও দেশে বিশ্ববিদ্যালয়ের অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে। সম্মিলিত, একক দুই ভাবেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। জমা পড়া থিম সং থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে।
আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে এমপিথ্রি/এমপিফোর (mp3 /mp4) ফরম্যাটে থিম সংটি জমা দিতে হবে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস প্রশাসন-৩ শাখায় জমা দিতে অথবা [email protected] ইমেইলে পাঠাতে হবে।
কবিতা আহ্বান বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি কবিতা সংকলন প্রকাশিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের নিকট হতে কবিতা আহ্বান করা হচ্ছে। কবিতার বিষয়বস্তু হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের জনজীবন ইত্যাদি। একটি প্রতিযোগিতা আয়োজন করে কবিতা নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হবে।
অনূর্ধ্ব ৩০০ শব্দের মধ্যে কবিতা পাঠাতে হবে আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে। এ জন্য কবিতার সঙ্গে শিক্ষার্থীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও রোল নম্বর উল্লেখ কাজল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক (অবসরপ্রাপ্ত), ইংরেজি বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় অথবা [email protected] ইমেইলে পাঠাতে হবে।
তৃতীয় বিজ্ঞপ্তিতে 'শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন ও প্রত্যাশা' শীর্ষক রচনা প্রতিযোগিতার জন্য প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি রয়েছে।' ক' ক্যাটাগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, 'খ' ক্যাটাগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং 'গ' ক্যাটাগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
'ক' ক্যাটাগরিতে রচনার বিষয় 'মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশা ও করণীয়', 'খ' ক্যাটাগরির বিষয় “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন শিক্ষা সমাজ-রাজনীতি' এবং 'গ' ক্যাটাগরির বিষয় 'বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা'। অনধিক ২০০০ শব্দের এ প্রবন্ধ এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে উপ-রেজিস্ট্রার (প্রশাসন-৩), প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ তে পাঠাতে। একই সঙ্গে প্রবন্ধের সফটকপি ই-মেইল করতে হবে reg.admin3 @du.ac.bd ঠিকানায়। ৩১ আগস্ট, ২০২১ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে এ প্রবন্ধ প্রেরণ করতে হবে।
প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.du.ac.bd থেকে বিভিন্ন ক্যাটাগরির বিবরণসহ প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৯ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১ দিন আগে