Ajker Patrika

টিকা রেজিস্ট্রেশনের জরুরি উদ্যোগ নিয়েছে ইবি 

প্রতিনিধি (কুষ্টিয়া) ইবি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ০০
টিকা রেজিস্ট্রেশনের জরুরি উদ্যোগ নিয়েছে ইবি 

করোনার টিকা নেওয়ার জন্য জরুরি উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন (ইবি)। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই এবং করোনার টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য বিশেষভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান এ তথ্য জানান। 

এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ২ নম্বর নিবন্ধন ফরম অনলাইনে যথাযথভাবে পূরণ করে আবেদনের প্রিন্ট কপি, জন্মসনদ, এসএসসি পাসের সনদ, শিক্ষার্থীর পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি আগামী ৬ অক্টোবরের মধ্যে নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। 

উল্লেখ্য, যেসব শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় অবস্থান করছে, সেই সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত