জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম ২০২৩-এ কাজের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রোগ্রামের অধীনে ইউনেসকোর ব্যুরো অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট প্যারিসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অথবা বিভিন্ন দেশে অবস্থিত ইউনেসকোর অফিসে কাজ করার জন্য পি-১/পি-২ স্তরের স্টাফ নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রার্থীরাও এখানে কাজের সুযোগ পাচ্ছেন। এ জন্য বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন পাঠাতে হবে।
আবেদনের যোগ্যতা
● প্রার্থীকে একটি উন্নত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, প্রাকৃতিকবিজ্ঞান, সামাজিক এবং মানববিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, মনোবিজ্ঞান, আইন, নিরীক্ষা, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, মিডিয়া, সাংবাদিকতা, সর্বসাধারণের তথ্য, সাংস্কৃতিক নীতি ও উন্নয়নে মাস্টার্স বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।
● ইংরেজি বা ফরাসি ভাষায় চমৎকার দখল থাকতে হবে। তবে ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় যাঁদের দখল থাকবে তাঁরা অগ্রাধিকার পাবেন।
● প্রার্থীদের ইউনেসকোর মূল্যবোধ তথা অখণ্ডতা, পেশাদারি, নৈতিকতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। এ ছাড়া পূর্ববর্তী প্রাসঙ্গিক কাজ করার অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে ই-মেইল ([email protected] এবং cc: [email protected]) যোগে এক কপি এবং ডাকযোগে আবেদনের হার্ড কপি পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আবেদনপত্রের সঙ্গে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ইউনেসকো কর্তৃক সরবরাহ করা পূরণকৃত তথ্য ছক, ইংরেজি বা ফরাসি ভাষা দক্ষতার সনদ, নিজ নিজ জন্মসনদ, এ ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। এ-সংক্রান্ত ইউনেসকোর পত্র এবং অন্যান্য ডকুমেন্টস https: //careers.unesco.org/content/ Young-Professional-Programme/?locale=en_ GB-তে দেওয়া আছে। যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে 01791657854 নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রার্থীকে ৩১ অক্টোবরের মধ্যে হালনাগাদ সিভি (ইংরেজি বা ফরাসি ভাষায়, একের বেশি পৃষ্ঠার বিনা মূল্যের টেমপ্লেট ব্যবহার করে) [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের প্রতিটি ঘর সঠিকভাবে পূরণ করে একটি অনলাইন আবেদন জমা দিতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
প্রার্থীর বয়স আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে; অর্থাৎ প্রার্থীকে অবশ্যই ১ জানুয়ারি ১৯৯১ সালের আগে জন্মগ্রহণ করেননি—এমন হতে হবে।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া
আবেদন যাচাই-বাছাই করে মূল্যায়ন করা হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের ভিডিও সাক্ষাৎকার এবং/ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ প্যানেল দ্বারা সাক্ষাৎকার নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট মেয়াদের জন্য ইউনেসকোর পি-১/পি-২ স্তরের স্টাফ হিসেবে নিয়োগ পাবেন। নির্বাচিতদের হয় ইউনেসকোর প্রধান কার্যালয় অথবা মাঠ-কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
কাজের ধরন
৯ মাস প্রবেশন সময় শেষ করার পর তাঁদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। প্রথম ১ বছর চাকরিকালীন নিয়োগপ্রাপ্ত ইয়ং প্রফেশনাল একজন মেন্টরের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, যিনি তাঁদের কাজে সহযোগিতা করবেন। এ ছাড়া একজন ইয়ং প্রফেশনাল হিসেবে তিনি সংশ্লিষ্ট ক্ষেত্রে ইউনেসকোর বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে দেখুন এখানে (https://www.shed.gov. bd/sites/default/ files/files/shed. portal.gov.bd/moedu_scholarship/aff42c3a_a87d_49b0_a0f6_324364133037/Advertise_merged%20(1).pdf) দেওয়া বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ
১৭ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম ২০২৩-এ কাজের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রোগ্রামের অধীনে ইউনেসকোর ব্যুরো অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট প্যারিসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অথবা বিভিন্ন দেশে অবস্থিত ইউনেসকোর অফিসে কাজ করার জন্য পি-১/পি-২ স্তরের স্টাফ নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রার্থীরাও এখানে কাজের সুযোগ পাচ্ছেন। এ জন্য বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন পাঠাতে হবে।
আবেদনের যোগ্যতা
● প্রার্থীকে একটি উন্নত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, প্রাকৃতিকবিজ্ঞান, সামাজিক এবং মানববিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, মনোবিজ্ঞান, আইন, নিরীক্ষা, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, মিডিয়া, সাংবাদিকতা, সর্বসাধারণের তথ্য, সাংস্কৃতিক নীতি ও উন্নয়নে মাস্টার্স বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।
● ইংরেজি বা ফরাসি ভাষায় চমৎকার দখল থাকতে হবে। তবে ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় যাঁদের দখল থাকবে তাঁরা অগ্রাধিকার পাবেন।
● প্রার্থীদের ইউনেসকোর মূল্যবোধ তথা অখণ্ডতা, পেশাদারি, নৈতিকতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। এ ছাড়া পূর্ববর্তী প্রাসঙ্গিক কাজ করার অভিজ্ঞতা প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে ই-মেইল ([email protected] এবং cc: [email protected]) যোগে এক কপি এবং ডাকযোগে আবেদনের হার্ড কপি পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আবেদনপত্রের সঙ্গে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ইউনেসকো কর্তৃক সরবরাহ করা পূরণকৃত তথ্য ছক, ইংরেজি বা ফরাসি ভাষা দক্ষতার সনদ, নিজ নিজ জন্মসনদ, এ ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতার সনদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। এ-সংক্রান্ত ইউনেসকোর পত্র এবং অন্যান্য ডকুমেন্টস https: //careers.unesco.org/content/ Young-Professional-Programme/?locale=en_ GB-তে দেওয়া আছে। যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে 01791657854 নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রার্থীকে ৩১ অক্টোবরের মধ্যে হালনাগাদ সিভি (ইংরেজি বা ফরাসি ভাষায়, একের বেশি পৃষ্ঠার বিনা মূল্যের টেমপ্লেট ব্যবহার করে) [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের প্রতিটি ঘর সঠিকভাবে পূরণ করে একটি অনলাইন আবেদন জমা দিতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
প্রার্থীর বয়স আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে; অর্থাৎ প্রার্থীকে অবশ্যই ১ জানুয়ারি ১৯৯১ সালের আগে জন্মগ্রহণ করেননি—এমন হতে হবে।
প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া
আবেদন যাচাই-বাছাই করে মূল্যায়ন করা হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের ভিডিও সাক্ষাৎকার এবং/ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ইন্টারভিউ প্যানেল দ্বারা সাক্ষাৎকার নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট মেয়াদের জন্য ইউনেসকোর পি-১/পি-২ স্তরের স্টাফ হিসেবে নিয়োগ পাবেন। নির্বাচিতদের হয় ইউনেসকোর প্রধান কার্যালয় অথবা মাঠ-কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
কাজের ধরন
৯ মাস প্রবেশন সময় শেষ করার পর তাঁদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। প্রথম ১ বছর চাকরিকালীন নিয়োগপ্রাপ্ত ইয়ং প্রফেশনাল একজন মেন্টরের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, যিনি তাঁদের কাজে সহযোগিতা করবেন। এ ছাড়া একজন ইয়ং প্রফেশনাল হিসেবে তিনি সংশ্লিষ্ট ক্ষেত্রে ইউনেসকোর বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে দেখুন এখানে (https://www.shed.gov. bd/sites/default/ files/files/shed. portal.gov.bd/moedu_scholarship/aff42c3a_a87d_49b0_a0f6_324364133037/Advertise_merged%20(1).pdf) দেওয়া বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ
১৭ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা
এতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ‘নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে
১২ ঘণ্টা আগেআজ শুক্রবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগেআসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।
১৮ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১ দিন আগে