নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ১৮০ জনকে নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ এই রুল জারি করেন। ১৪ তম নিবন্ধনধারী মো. জাকির হোসেনসহ ১৮০ জনের দায়ের করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয় আজ।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টেও আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, ‘আপিল বিভাগের একটি রায়ের আলোকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে এই রিট আবেদন করেছেন ১৮০ জন নিয়োগপ্রার্থী। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, এনটিআরসিএর ১২ ও ১৩ তম নিবন্ধনে উত্তীর্ণ হন ১৭ হাজার ২৫৪ জন চাকরি প্রার্থী। তাদের মধ্যে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করে এনটিআরসিএ। ১৪ তম পরীক্ষায় এই ১৮০ জনও উত্তীর্ণ হন। অথচ তাঁদেরকে নিয়োগ দেওয়া হয়। আপিল বিভাগের সাম্প্রতিক নির্দেশের আলোকে রিট আবেদনকারীরা তাই রিটটি করেছেন। ১৪ তম পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের সার্কুলার দিয়ে এদের প্রতি অবিচার করা হয়েছে বলেও রিট আবেদনে বলা হয়।
ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ১৮০ জনকে নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ এই রুল জারি করেন। ১৪ তম নিবন্ধনধারী মো. জাকির হোসেনসহ ১৮০ জনের দায়ের করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি হয় আজ।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টেও আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, ‘আপিল বিভাগের একটি রায়ের আলোকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে এই রিট আবেদন করেছেন ১৮০ জন নিয়োগপ্রার্থী। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, এনটিআরসিএর ১২ ও ১৩ তম নিবন্ধনে উত্তীর্ণ হন ১৭ হাজার ২৫৪ জন চাকরি প্রার্থী। তাদের মধ্যে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করে এনটিআরসিএ। ১৪ তম পরীক্ষায় এই ১৮০ জনও উত্তীর্ণ হন। অথচ তাঁদেরকে নিয়োগ দেওয়া হয়। আপিল বিভাগের সাম্প্রতিক নির্দেশের আলোকে রিট আবেদনকারীরা তাই রিটটি করেছেন। ১৪ তম পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন করে শিক্ষক নিয়োগের সার্কুলার দিয়ে এদের প্রতি অবিচার করা হয়েছে বলেও রিট আবেদনে বলা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের...
১৪ ঘণ্টা আগেকুয়েটে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেরেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।
১ দিন আগেজাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
২ দিন আগে