শিক্ষা ডেস্ক
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে রয়েছে পাম বন, আদিম সাদা সৈকত ও পাহাড়ের এক দারুণ সন্নিবেশ। দেশটির চুলালংকর্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) প্রতিষ্ঠাতা সদস্য থাইল্যান্ড বিশ্বের দ্রুত উন্নতি হওয়া দেশগুলোর অন্যতম। এ দেশের যে খাতটি সর্বাধিক সুনাম অর্জন করেছে, তা হলো স্বাস্থ্যসেবা। উচ্চশিক্ষায়ও রয়েছে দেশটির ব্যাপক সাফল্য। থাইল্যান্ডের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে রয়েছে চুলালংকর্ন ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২১১তম।
সুযোগ-সুবিধা
চুলালংকর্ন ইউনিভার্সিটি বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইকোনমি ক্লাসের রাউন্ড-ট্রিপ এয়ার টিকিটের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া উপবৃত্তি ও আবাসন ভাতা হিসেবে মাসে ১৬ হাজার থাই বাত (বাংলাদেশি টাকায় ৫৬ হাজার ৯৫৮ টাকা) দেওয়া হবে।
বৃত্তির মেয়াদ
স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ থাকবে দুই বছর এবং পিএইচডির মেয়াদ তিন বছর।
মাস্টার্স এবং পিএইচডির প্রোগ্রামসমূহ
জনসংখ্যা নীতি এবং মানব উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, মেডিকেল মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজির আণবিক বিজ্ঞান, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার মেডিসিন, আর্কিটেকচারাল ডিজাইন, ফলিত অর্থনীতি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রসায়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে আসিয়ান বা নন-আসিয়ান দেশের শিক্ষার্থী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করলে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। পিএইচডির জন্য আবেদন করলে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
একটি সম্পূর্ণ আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, ট্রান্সক্রিপ্ট, স্নাতকের প্রশংসাপত্র, প্রার্থীর পাসপোর্টের একটি ফটোকপি, দুটি রিকমেন্ডেশন লেটার ও একটি মেডিকেল সার্টিফিকেট।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে রয়েছে পাম বন, আদিম সাদা সৈকত ও পাহাড়ের এক দারুণ সন্নিবেশ। দেশটির চুলালংকর্ন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) প্রতিষ্ঠাতা সদস্য থাইল্যান্ড বিশ্বের দ্রুত উন্নতি হওয়া দেশগুলোর অন্যতম। এ দেশের যে খাতটি সর্বাধিক সুনাম অর্জন করেছে, তা হলো স্বাস্থ্যসেবা। উচ্চশিক্ষায়ও রয়েছে দেশটির ব্যাপক সাফল্য। থাইল্যান্ডের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে রয়েছে চুলালংকর্ন ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২১১তম।
সুযোগ-সুবিধা
চুলালংকর্ন ইউনিভার্সিটি বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইকোনমি ক্লাসের রাউন্ড-ট্রিপ এয়ার টিকিটের ব্যবস্থা করা হবে। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া উপবৃত্তি ও আবাসন ভাতা হিসেবে মাসে ১৬ হাজার থাই বাত (বাংলাদেশি টাকায় ৫৬ হাজার ৯৫৮ টাকা) দেওয়া হবে।
বৃত্তির মেয়াদ
স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ থাকবে দুই বছর এবং পিএইচডির মেয়াদ তিন বছর।
মাস্টার্স এবং পিএইচডির প্রোগ্রামসমূহ
জনসংখ্যা নীতি এবং মানব উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, মেডিকেল মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজির আণবিক বিজ্ঞান, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার মেডিসিন, আর্কিটেকচারাল ডিজাইন, ফলিত অর্থনীতি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, রসায়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে আসিয়ান বা নন-আসিয়ান দেশের শিক্ষার্থী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করলে আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। পিএইচডির জন্য আবেদন করলে অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
একটি সম্পূর্ণ আবেদনপত্রের সঙ্গে এক কপি ছবি, ট্রান্সক্রিপ্ট, স্নাতকের প্রশংসাপত্র, প্রার্থীর পাসপোর্টের একটি ফটোকপি, দুটি রিকমেন্ডেশন লেটার ও একটি মেডিকেল সার্টিফিকেট।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৯ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১ দিন আগে