অনলাইন ডেস্ক
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।
আজ রোববার আজকের পত্রিকাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আগামী ১২ ডিসেম্বর এ লটারি হওয়ার কথা ছিল।
মাউশি সূত্র বলছে, সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোয় ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোয় ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হতে পারে।
আজ রোববার আজকের পত্রিকাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আগামী ১২ ডিসেম্বর এ লটারি হওয়ার কথা ছিল।
মাউশি সূত্র বলছে, সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন।
সূত্র বলছে, সরকারি স্কুলগুলোয় ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।
আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোয় ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।
সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
৬ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২১ ঘণ্টা আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে