Ajker Patrika

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

ইবি প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫: ৫০
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সমন্বয়কারী প্রফেসর বলেন, এরই মধ্যে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেওয়া হয়েছে। ভর্তি-সংক্রান্ত তথ্য পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ড. এরশাদ উল্লাহ আরও বলেন, এবার ১ হাজার ৮৮৮ জন অংশগ্রহণকারী ভর্তিইচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৮৭ জন কৃতকার্য হয়েছেন। এতে পাশের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

উল্লেখ্য, গত শনিবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৬ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী অংশ নেন, যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত