Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে কোটজেন বৃত্তি

শিক্ষা ডেস্ক
যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে কোটজেন বৃত্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে সিমন্স ইউনিভার্সিটিতে কোটজেন স্কলারশিপ-২০২৫-২৬ এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সিমন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১৮৯৯ সালে পোশাক প্রস্তুতকারক জন সিমন্সের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি তার কাঠামো পুনর্গঠন করে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। আবাসনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া থাকছে গবেষণা সহায়তা এবং একাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত আরও ৩ হাজার ডলার।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৩-এর বেশি হতে হবে। স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে কমপক্ষে স্কোর ৬০০ থাকতে হবে। অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষা দক্ষতা দেখাতে হবে।

যেভাবে প্রার্থীদের নির্বাচন করা হয়

একাডেমিক রেকর্ড। লিখিত প্রবন্ধের মান এবং সংক্ষিপ্ত উত্তর; যেটা এ বৃত্তিতে অংশগ্রহণের জন্য একজন প্রার্থীর উদ্দেশ্যকে পরিষ্কার করে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত