গতকাল বুধবার ‘এমটিভি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিতার্কিক, সব আয়োজক ও লাল সবুজ সোসাইটির একঝাঁক সদস্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে বিতার্কিক হাসান মাহমুদ (১০) বলেন, স্কুলের বাচ্চাদের মধ্যে জলবায়ু আন্দোলনের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম বলেন, ‘জলবায়ু সচেতনতা তৈরিতে লাল-সবুজ সোসাইটির এই আয়োজনের জন্য তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের এই আয়োজন সফল হোক, সেই কামনা করি।’
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘তরুণ এই স্বেচ্ছাসেবী সংগঠনের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা ভবিষ্যতে এমন আরও বড় কাজ করবে সেই দোয়া করি।’
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘আজকের এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে লাভবান মনে করছি। এই খুদে বিতার্কিক ও তরুণ সংগঠকদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের যে জোরালো বার্তা আমরা পাচ্ছি, এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।’
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা বলেন, ‘এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক সুলতানা মেহজাবিন টুসি।
স্কুলগামী বিতার্কিকদের জলবায়ু আন্দোলনে কণ্ঠস্বর জোরালো করতেই শিশুদের কথাগুলো সারা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান প্রতিযোগিতার আহ্বায়ক আমানুল্লাহ পরাগ।
উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যাগাজিন পার্টনার হিসেবে কিশোর আলো, টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে দীপ্ত টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও বিতর্কের জাজমেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন থাকছে।
সারা দেশের আনাচে-কানাচে থেকে অংশগ্রহণ করা ৫০টিরও বেশি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী হবে বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন।
গতকাল বুধবার ‘এমটিভি এলএসএস এনভায়রনমেন্ট ডে ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বিতার্কিক, সব আয়োজক ও লাল সবুজ সোসাইটির একঝাঁক সদস্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে বিতার্কিক হাসান মাহমুদ (১০) বলেন, স্কুলের বাচ্চাদের মধ্যে জলবায়ু আন্দোলনের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম শাহীন ইসলাম বলেন, ‘জলবায়ু সচেতনতা তৈরিতে লাল-সবুজ সোসাইটির এই আয়োজনের জন্য তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের এই আয়োজন সফল হোক, সেই কামনা করি।’
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘তরুণ এই স্বেচ্ছাসেবী সংগঠনের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করে। আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তারা ভবিষ্যতে এমন আরও বড় কাজ করবে সেই দোয়া করি।’
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘আজকের এই আয়োজনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে লাভবান মনে করছি। এই খুদে বিতার্কিক ও তরুণ সংগঠকদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের যে জোরালো বার্তা আমরা পাচ্ছি, এই বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।’
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিনা বলেন, ‘এমন আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল-সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক সুলতানা মেহজাবিন টুসি।
স্কুলগামী বিতার্কিকদের জলবায়ু আন্দোলনে কণ্ঠস্বর জোরালো করতেই শিশুদের কথাগুলো সারা দেশ ও বিশ্বের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন বলে জানান প্রতিযোগিতার আহ্বায়ক আমানুল্লাহ পরাগ।
উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যাগাজিন পার্টনার হিসেবে কিশোর আলো, টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে দীপ্ত টিভি, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আজকের পত্রিকা ও বিতর্কের জাজমেন্ট পার্টনার হিসেবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন থাকছে।
সারা দেশের আনাচে-কানাচে থেকে অংশগ্রহণ করা ৫০টিরও বেশি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী হবে বিশ্ব পরিবেশ দিবসে আগামী ৫ জুন।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৮ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৮ ঘণ্টা আগে