Ajker Patrika

কাল থেকে খুলছে ইবির আবাসিক হল 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ৫৫
কাল থেকে খুলছে ইবির আবাসিক হল 

দীর্ঘ ১৮ মাস পর কাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে নতুন করে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে হল কর্তৃপক্ষ।

জানা যায়, করোনার এক ডোজ টিকা নেওয়ার শর্তে যেকোনো বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাবেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে আবাসিক হলগুলো প্রস্তুত রয়েছে। এরই মধ্যে হল সংস্কারের কাজসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকাল ১০টা থেকে যেকোনো বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে শিক্ষার্থীদের আবাসিক ও ন্যূনতম এক ডোজ টিকার কার্ড থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য কোনো গণরুম থাকছে না। অছাত্রদের হলে উঠতে দেওয়া হবে না। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে হল প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার জন্য হলে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য প্রশাসন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিল। তার মধ্য থেকে ওয়াশরুম ও বিদ্যুতের লাইন সংস্কার করা হয়েছে। 

আবাসিক হল খুলে দেওয়ার প্রতিক্রিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, `করোনার কারণে লম্বা একটা সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলাম। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় থেকে দূরে থাকায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেক আগেই আবাসিক হল খুলে দেওয়া উচিত ছিল।' 

উল্লেখ্য, গত ২০২০ সালের মার্চে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ইবি কর্তৃপক্ষ পাঠদান ও আবাসিক হল বন্ধ করে দেয়। গত সোমবার ২৫৩তম সিন্ডিকেট সভায় কাল আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত