এ টি এম মোজাফফর হোসেন, সেলটা
[গত সংখ্যার পর]
হয়তোবা রেকর্ডিং তখন সবাইকে স্বাগত জানিয়ে কথা শুরু করেছে—নির্দেশাবলি কথা বলছে, পরীক্ষা পরিস্থিতির সঙ্গে পরিচিত করাচ্ছে, উদাহরণ টানছে ইত্যাদি ইত্যাদি। তারপর কিছু সময় একদম চুপ, কোনো কথা নেই। এই সময়টুকু ইচ্ছাকৃত। এটাকে কাজে লাগাতে হবে, তবে কীভাবে? সেসব নিয়েই আজকের এই পাঠদান।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। এই প্রস্তুতির মাধ্যমে মানসিকভাবে রেকর্ডিং শোনার জন্য তৈরি হওয়া যায়। এতে খুব কার্যকরী লিসেনিং করা সম্ভব হয়। যেকোনো ধরনের লিসেনিংয়ের জন্য এই প্রস্তুতি খুব জরুরি। শুধু লিসেনিংয়ে কেন অন্যান্য মডিউলের প্রস্তুতির জন্যও এই স্কিল অত্যাবশ্যকীয়।
এটি বলে দেয়, কী করতে হবে, কেমন করে করতে হবে ইত্যাদি। উল্লেখ্য, সম্ভাব্য উত্তর অনুমান
করা একটি সফট স্কিল যা রেকর্ডিংয়ের মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিতে সাহায্য করে।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
প্যারাফ্রেজ, মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা এবং সম্ভাব্য উত্তর অনুমান করা অত্যন্ত জরুরি। কিন্তু অনেকে এই বিষয়গুলো না জেনে, না বুঝে এ ধরনের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে। আর নিশ্চিত তারা ভুল করে বসে। বিষয়গুলো জেনে, বুঝে এ ধরনের প্রশ্নের সঠিক জবাব দেওয়া খুবই সম্ভবপর একটি কাজ।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কার্যকরী লিসেনিংয়ের জন্য পূর্ব প্রস্তুতি—প্রশ্নপত্র পড়া এবং সম্ভাব্য উত্তর অনুমান করা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদি
এখানে যে বিষয়গুলো আমরা জানব বা শিখব তা হলো:
(ক) সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার
(খ) প্রি-লিসেনিংয়ে প্রশ্নপত্র পড়তে শেখা
(গ) প্রি-লিসেনিংয়ে প্রশ্নপত্র বিশ্লেষণ ও সম্ভাব্য উত্তর অনুমান
(ঘ) সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মেলানো।
[পর্ব-৯.২ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
[গত সংখ্যার পর]
হয়তোবা রেকর্ডিং তখন সবাইকে স্বাগত জানিয়ে কথা শুরু করেছে—নির্দেশাবলি কথা বলছে, পরীক্ষা পরিস্থিতির সঙ্গে পরিচিত করাচ্ছে, উদাহরণ টানছে ইত্যাদি ইত্যাদি। তারপর কিছু সময় একদম চুপ, কোনো কথা নেই। এই সময়টুকু ইচ্ছাকৃত। এটাকে কাজে লাগাতে হবে, তবে কীভাবে? সেসব নিয়েই আজকের এই পাঠদান।
প্রারম্ভিক
লিসেনিংয়ে রেকর্ডিং শুরুর আগে কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। এই প্রস্তুতির মাধ্যমে মানসিকভাবে রেকর্ডিং শোনার জন্য তৈরি হওয়া যায়। এতে খুব কার্যকরী লিসেনিং করা সম্ভব হয়। যেকোনো ধরনের লিসেনিংয়ের জন্য এই প্রস্তুতি খুব জরুরি। শুধু লিসেনিংয়ে কেন অন্যান্য মডিউলের প্রস্তুতির জন্যও এই স্কিল অত্যাবশ্যকীয়।
এটি বলে দেয়, কী করতে হবে, কেমন করে করতে হবে ইত্যাদি। উল্লেখ্য, সম্ভাব্য উত্তর অনুমান
করা একটি সফট স্কিল যা রেকর্ডিংয়ের মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিতে সাহায্য করে।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
প্যারাফ্রেজ, মডিফায়ার, কোয়ালিফায়ার, কোয়ানটিফায়ার ইত্যাদি বিষয়ে জানা এবং সম্ভাব্য উত্তর অনুমান করা অত্যন্ত জরুরি। কিন্তু অনেকে এই বিষয়গুলো না জেনে, না বুঝে এ ধরনের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে। আর নিশ্চিত তারা ভুল করে বসে। বিষয়গুলো জেনে, বুঝে এ ধরনের প্রশ্নের সঠিক জবাব দেওয়া খুবই সম্ভবপর একটি কাজ।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
কার্যকরী লিসেনিংয়ের জন্য পূর্ব প্রস্তুতি—প্রশ্নপত্র পড়া এবং সম্ভাব্য উত্তর অনুমান করা।
উদাহরণে শিক্ষণীয় বিষয়াদি
এখানে যে বিষয়গুলো আমরা জানব বা শিখব তা হলো:
(ক) সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার
(খ) প্রি-লিসেনিংয়ে প্রশ্নপত্র পড়তে শেখা
(গ) প্রি-লিসেনিংয়ে প্রশ্নপত্র বিশ্লেষণ ও সম্ভাব্য উত্তর অনুমান
(ঘ) সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মেলানো।
[পর্ব-৯.২ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে