প্রতিনিধি
জাবি: এক সপ্তাহ ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর। নিখোঁজ জাহিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। আজ বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
জাহিদ হাসান রাজু বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের হুমায়ূন হাওলাদারের ছেলে। তিনি ক্যাম্পাসের ৪২তম ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম জানান, গত ২৪ জুন সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি মেস থেকে নিখোঁজ হন জাহিদ। এরপর থেকে একাধিকবার তাঁকে ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজুর মা আরও বলেন, ‘জাহিদ নিখোঁজ হওয়ার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা চেয়েছে। আমরা সামর্থ্য অনুযায়ী টাকা পাঠিয়েছি। তারপরেও আমার ছেলের কোনো সন্ধান তারা দেয়নি। টাকা দেওয়ার পরেই প্রতারক চক্রের মোবাইল বন্ধ পাওয়া যায়। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমার ছেলের খোঁজ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর স্ত্রী হাফসা আক্তার বলেন, ‘আমাদের এক বছরের একটি শিশুকন্যা আছে। এই কয়দিন সে তার বাবার সাথে কথা বলতে পারছে না। সারাক্ষণ মোবাইলে বাবার ছবি দেখে আব্বু, আব্বু ডাকে। যত দ্রুত সম্ভব আমার স্বামীর সন্ধান চাই। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমার স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুরের মেস থেকে মাগরিবের নামাজ পড়তে বের হন জাহিদ। তবে নামাজ শেষে তিনি আর বাসায় ফিরে আসেননি। তখন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় শনিবার পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার (জিডি নম্বর-২৩৯২)।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘নিখোঁজ জাহিদ হাসানকে উদ্ধার করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। গতকাল আমরা একটা সংবাদ পাই মৌলভীবাজারে তাঁকে পাওয়া গেছে, সেই অনুযায়ী অভিযান পরিচালনা করি কিন্তু হদিস পাওয়া যায়নি। তাঁর পরিবার দাবি করছে, গত ২৬ তারিখে তাঁর ফোন থেকে কল এসেছে কিন্তু এর সত্যতা আমরা পাইনি। তাঁর ফোন সর্বশেষ চালু ছিল ২৪ তারিখেই। এরপর থেকে আর কোনো তথ্য আমরা পাচ্ছি না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবীর, অধ্যাপক সুবর্ণা কর্মকার, সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন। এ ছাড়া নিখোঁজ জাহিদ হাসানের ছোট শিশু তাবিয়া এবং তাঁর সহপাঠীরা।
জাবি: এক সপ্তাহ ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর। নিখোঁজ জাহিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাঁর পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। আজ বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
জাহিদ হাসান রাজু বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের হুমায়ূন হাওলাদারের ছেলে। তিনি ক্যাম্পাসের ৪২তম ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর মা আকলিমা বেগম জানান, গত ২৪ জুন সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি মেস থেকে নিখোঁজ হন জাহিদ। এরপর থেকে একাধিকবার তাঁকে ফোন দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রাজুর মা আরও বলেন, ‘জাহিদ নিখোঁজ হওয়ার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা চেয়েছে। আমরা সামর্থ্য অনুযায়ী টাকা পাঠিয়েছি। তারপরেও আমার ছেলের কোনো সন্ধান তারা দেয়নি। টাকা দেওয়ার পরেই প্রতারক চক্রের মোবাইল বন্ধ পাওয়া যায়। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমার ছেলের খোঁজ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান রাজুর স্ত্রী হাফসা আক্তার বলেন, ‘আমাদের এক বছরের একটি শিশুকন্যা আছে। এই কয়দিন সে তার বাবার সাথে কথা বলতে পারছে না। সারাক্ষণ মোবাইলে বাবার ছবি দেখে আব্বু, আব্বু ডাকে। যত দ্রুত সম্ভব আমার স্বামীর সন্ধান চাই। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমার স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছি।’
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুরের মেস থেকে মাগরিবের নামাজ পড়তে বের হন জাহিদ। তবে নামাজ শেষে তিনি আর বাসায় ফিরে আসেননি। তখন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পাওয়ায় শনিবার পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার (জিডি নম্বর-২৩৯২)।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘নিখোঁজ জাহিদ হাসানকে উদ্ধার করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। গতকাল আমরা একটা সংবাদ পাই মৌলভীবাজারে তাঁকে পাওয়া গেছে, সেই অনুযায়ী অভিযান পরিচালনা করি কিন্তু হদিস পাওয়া যায়নি। তাঁর পরিবার দাবি করছে, গত ২৬ তারিখে তাঁর ফোন থেকে কল এসেছে কিন্তু এর সত্যতা আমরা পাইনি। তাঁর ফোন সর্বশেষ চালু ছিল ২৪ তারিখেই। এরপর থেকে আর কোনো তথ্য আমরা পাচ্ছি না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবীর, অধ্যাপক সুবর্ণা কর্মকার, সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন। এ ছাড়া নিখোঁজ জাহিদ হাসানের ছোট শিশু তাবিয়া এবং তাঁর সহপাঠীরা।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
১ দিন আগেবর্তমানে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি একটি বড় আকর্ষণ। এর মধ্যে ভারতের আইসিসিআর (ICCR) বৃত্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্কলারশিপে আবেদন করার সময় একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রবন্ধ বা ‘Essay’ লেখা। এটি কেবল আপনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নয়...
২ দিন আগেআগামী ১৭ ও ২৪ মে (দুই শনিবার) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
২ দিন আগেবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শত শত শিক্ষার্থী গবেষণা নিয়ে পড়ে থাকেন অন্ধকারে। একে একে বছর পেরোয়, স্নাতকোত্তরও শেষ হয়ে যায়, কিন্তু গবেষণার স্বাদ গ্রহণ করা হয় না। ঠিক সেই জায়গা থেকেই দুটি অ্যাপ বদলে দিচ্ছে তরুণ গবেষকদের গল্প। ‘গবেষণা ১০১’ এবং ‘গবেষণায় হাতেখড়ি’—এ দুটি মোবাইল অ্যাপ, যা স্মার্টফোনের
৩ দিন আগে