Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ডেটন মেধা বৃত্তি

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ডেটন মেধা বৃত্তি

প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাড়ি জমান। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। ইউনিভার্সিটি অব ডেটন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। এর মেরিট বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সে দেশে স্নাতক অধ্যয়নের সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

সুযোগ-সুবিধা

  • বৃত্তিটি বার্ষিক হারে স্নাতক প্রোগ্রামে টিউশন ফি বাবদ ৩০ হাজার ডলার দেয়।
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় সুপারভাইজারের তত্ত্বাবধানে আমেরিকান উচ্চমানের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ডেটন বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ পাবেন; যা অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে।
  • আমেরিকান সংস্কৃতির সঙ্গে মেশার সুযোগ তো থাকছেই। পাশাপাশি বিভিন্ন জাতীয়তার মানুষের সঙ্গে সংস্কৃতি আদান-প্রদানের সুযোগ পাবেন।
  • বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দেওয়া অধ্যয়ন প্রোগ্রামগুলো করে পরিবর্তনশীল ও উন্নয়নশীল বিশ্বে উন্নতির জন্য দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
  • এই বৃত্তিতে কোন ধরনের রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই।
  • এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চার বছরে চার হাজার ডলারের একটি পাঠ্যপুস্তক বৃত্তিও পাবেন। এতে করে বইপুস্তক কেনার যাবতীয় খরচ বহন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • এই বৃত্তির জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে
  • বৃত্তিপ্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীদের দুর্দান্ত একাডেমিক রেকর্ড থাকতে হবে।
  • আবেদনকারীদের সময়মতো প্রয়োজনীয় সব নথি সরবরাহ করতে হবে।
  • এ ছাড়া বৃত্তির জন্য বিবেচনার আগে ভর্তির আবেদনটি সম্পূর্ণ করতে হবে।

যেসব বিষয়ে পড়া যাবে
রসায়ন, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, সাংবাদিকতা, পাবলিক রিলেশন, কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, কম্পিউটারবিজ্ঞান, ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইংরেজি, ভিজুয়াল আর্টস, অর্থনীতি, এনভায়রনমেন্টাল বায়োলজি, ফেঞ্চ, ফাইন আর্টস, মানবাধিকার, ইতিহাস, গণিত, সংগীত শিক্ষা, মেডিসিনাল ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, দর্শন, ফটোগ্রাফি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, স্প্যানিশ, সমাজবিজ্ঞান, থিয়েটার, ডান্স অ্যান্ড পারফরম্যান্স টেকনোলজি, উইমেনস অ্যান্ড জেন্ডার স্টাডিজসহ আরও অনেক বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। 

আবেদন যেভাবে 
এই বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই ডেটন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। ‘apply now’ বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনকারীরা বিনা মূল্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।প্রার্থীদের প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট দিতে হবে। ফরম জমা দেওয়ার আগে আবেদনটি পুনরায় পড়ুন এবং পর্যালোচনা করুন।আবেদনকারীদের অবশ্যই প্রয়োজনীয় নথি ই-মেইল করতে হবে এই ঠিকানায় [email protected].আবেদন করা যাবে ১ নভেম্বর ২০২৩ পর্যন্ত। বিস্তারিত জানতে ক্লিক করুন

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত