আজকের পত্রিকা ডেক্স
স্নাতক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য একজন শিক্ষার্থী কতটা প্রস্তুত, তার পরীক্ষা হয় স্যাট টেস্টের মাধ্যমে। স্কুল ও কলেজ পর্যায়ে ইংরেজি পড়া, লেখা এবং গণিতে অর্জিত দক্ষতার পরীক্ষা নেওয়া হয় এই ধাপে। যাঁদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, তাঁদের জন্য স্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। স্যাট আপনি যতবার ইচ্ছে দিতে পারবেন। কিন্তু এটা যেহেতু বেশ খরুচে একটা পরীক্ষা, তাই প্রথমবারেই ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া উচিত।
এখন তো ঘরে বসেই অনলাইনে স্যাটের প্রস্তুতি নিতে পারবেন। সে রকমই কিছু মাধ্যম তথা ওয়েবসাইট নিয়ে আমাদের আজকের আয়োজন।
কলেজ বোর্ড
নামেই বুঝতে পারছেন নোটিশ বোর্ড ধরনের কিছু হবে। কলেজ বোর্ড স্যাট-সম্পর্কিত সব ধরনের তথ্য দেওয়ার একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে রেজিস্ট্রেশনের শেষ সময় থেকে শুরু করে পরীক্ষার সময় কী কী নিতে হবে, সব দেওয়া থাকে। শুধু তা-ই নয়, এখানে বিনা মূল্যে স্যাটের নমুনা প্রশ্নও পাবেন। তা ছাড়া অনুশীলনমূলক পরীক্ষায় প্রশ্নের পাশাপাশি বিস্তারিত উত্তরও দেওয়া থাকে। তাই ভুল হলে কেন ভুল হলো, সেটা মিলিয়ে নিতে পারবেন। নিজেও বুঝতে পারবেন যে পরীক্ষায় কেমন স্কোর পেতে চলছেন। তাদের ১৬ সপ্তাহের স্টাডি প্ল্যানের সঙ্গে একটা স্টাডি গ্রুপও আছে।
ওয়েবসাইট: https://www.collegeboard.org
খান একাডেমি
খান একাডেমি প্রায় সব ধরনের বিষয় ও কোর্সের ফ্রি রিসোর্সের পাশাপাশি স্যাটের জন্যও বিনা মূল্যে সেবা দিয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য রয়েছে অনুশীলনী, নমুনা প্রশ্ন।
তাদের ওয়েবসাইটে থাকা আটটি পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কোথায় কোথায় ভুল করেছেন, তার উত্তর পেয়ে যাবেন। তাদের নমুনা প্রশ্ন, প্র্যাকটিস শিট, ভিডিও, ক্লাসগুলো আপনার স্কোর ভালো করতে আরও সহযোগিতা করবে। তাদের ইন্টার্যাক্টিভ সাইটে অ্যাকাউন্ট তৈরি করে স্যাটের প্রতি সেকশনের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে পারবেন। এরপর পরীক্ষা শেষে আপনাকে জানাবে যে কোন লেভেলে আপনাকে আরও ভালো করতে হবে এবং আরও ভালো স্কোরের জন্য কেমন প্রশ্ন সমাধান করতে হবে। আরও আছে সাব-টপিক ফিচার, যেখানে পড়াশোনার রুটিন কীভাবে তৈরি করবেন, কীভাবে পড়াশোনা করবেন, আপনার কেমন উন্নতি হচ্ছে—সব দেখতে পারবেন।
ওয়েবসাইট: https://www. khanacademy.org
ক্র্যাকস্যাট.নেট
বিগত বছরের স্যাটের প্রশ্ন এই সাইটে মিলবে। এই প্রশ্নগুলো চাইলে বিনা মূল্যেও ডাউনলোড করে রাখা যাবে। এসব প্রশ্ন অনুশীলনের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন। প্রশ্নের কাঠামো সম্পর্কে একটা ধারণাও পাবেন, যা ভালো স্কোর করতে সহায়ক। পরীক্ষা দেওয়ার পর কী কী ভুল করেছেন তা দেখে নিতে ভুলবেন না। শুধু অফিশিয়াল অনুশীলন প্রশ্ন না, পরীক্ষার স্ট্র্যাটেজি-সংক্রান্ত তথ্যও পাবেন এখানে।
ওয়েবসাইট: http://cracksat.net
দ্য প্রিন্সটন রিভিউ
এই ওয়েবসাইটেও আপনি বিনা খরচে পরীক্ষা দিতে ও ফিডব্যাক নিতে পারবেন। চাইলে তাদের ফ্রি স্যাট অনলাইন কোর্সও করতে পারেন। প্রতিটি পরীক্ষা শেষে একটা প্রোগ্রেস রিপোর্ট পেয়ে যাবেন, যেখানে কোথায় আরও ভালো করতে হবে তা লেখা থাকবে। এর পাশাপাশি তারা স্যাট স্কোর ভালো করার উদ্দেশ্যে অসংখ্য ফ্রি সেমিনার, ইভেন্ট ও ওয়েবিনারেরও আয়োজন করে থাকে।
ওয়েবসাইট: https://www. princetonreview.com
কাপ্ল্যান
এখানকার নমুনা প্রশ্নগুলো বেশ উন্নত। আপনি এখানে ফ্রি অনলাইন কোর্স, মডেল টেস্ট, ওয়ার্ক আপ টেস্ট, ডেইলি টেস্ট, শর্ট স্যাট টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি ঝালাই করতে পারবেন। এসব প্রস্তুতি আপনার মূল পরীক্ষায় কার্যকর ভূমিকা রাখে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিস্তারিত স্কোর রিপোর্ট পাবেন। দুই সপ্তাহের জন্য কিছু নির্দেশনামূলক ভিডিও পাবেন।
ওয়েবসাইট: https://www.kaptest.com›sat
প্রেপস্কলার
আপনি যদি স্যাট স্টাডি গাইড খুঁজে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি আদর্শ জায়গা। আপনি যদি বুঝতে না পারেন যে কীভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তাহলে প্রেপস্কলারের স্টাডি প্ল্যান টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এখানে আরও পাবেন প্রয়োজনীয় ভোকাবুলারি লিস্ট, গণিতের সূত্র এবং গ্রামারের নিয়ম।
ওয়েবসাইট: https://www. prepscholar.com
মাগোশ
এখানকার সব প্রশ্ন বিনা মূল্যে না পেলেও, বেশ কিছু পেয়ে যাবেন। তাদের ব্লগ সেকশনে রয়েছে নানান টিপস। শুধু তা-ই নয়, তাদের ওয়েবসাইট থেকে কোয়েশ্চেন অব দ্য ডে, ফ্ল্যাশ কার্ড, প্রশ্ন ও ইউটিউবে নানান শর্ট ভিডিও পাবেন।
ওয়েবসাইট: https://www. magoosh.com
এগুলোর পাশাপাশি দ্য ক্রিটিক্যাল রিডার, এরিক দ্য রেড, ভার্সিটি টিউটর, ভেরিটাস প্রেপ উল্লেখযোগ্য। মূল স্যাট পরীক্ষায় বসার অন্তত তিন মাস আগে এসব ওয়েবসাইট থেকে অনুশীলন করলে ভালো স্কোর করা সম্ভব।
অনুবাদ: মুসাররাত আবির
স্নাতক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য একজন শিক্ষার্থী কতটা প্রস্তুত, তার পরীক্ষা হয় স্যাট টেস্টের মাধ্যমে। স্কুল ও কলেজ পর্যায়ে ইংরেজি পড়া, লেখা এবং গণিতে অর্জিত দক্ষতার পরীক্ষা নেওয়া হয় এই ধাপে। যাঁদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, তাঁদের জন্য স্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। স্যাট আপনি যতবার ইচ্ছে দিতে পারবেন। কিন্তু এটা যেহেতু বেশ খরুচে একটা পরীক্ষা, তাই প্রথমবারেই ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া উচিত।
এখন তো ঘরে বসেই অনলাইনে স্যাটের প্রস্তুতি নিতে পারবেন। সে রকমই কিছু মাধ্যম তথা ওয়েবসাইট নিয়ে আমাদের আজকের আয়োজন।
কলেজ বোর্ড
নামেই বুঝতে পারছেন নোটিশ বোর্ড ধরনের কিছু হবে। কলেজ বোর্ড স্যাট-সম্পর্কিত সব ধরনের তথ্য দেওয়ার একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে রেজিস্ট্রেশনের শেষ সময় থেকে শুরু করে পরীক্ষার সময় কী কী নিতে হবে, সব দেওয়া থাকে। শুধু তা-ই নয়, এখানে বিনা মূল্যে স্যাটের নমুনা প্রশ্নও পাবেন। তা ছাড়া অনুশীলনমূলক পরীক্ষায় প্রশ্নের পাশাপাশি বিস্তারিত উত্তরও দেওয়া থাকে। তাই ভুল হলে কেন ভুল হলো, সেটা মিলিয়ে নিতে পারবেন। নিজেও বুঝতে পারবেন যে পরীক্ষায় কেমন স্কোর পেতে চলছেন। তাদের ১৬ সপ্তাহের স্টাডি প্ল্যানের সঙ্গে একটা স্টাডি গ্রুপও আছে।
ওয়েবসাইট: https://www.collegeboard.org
খান একাডেমি
খান একাডেমি প্রায় সব ধরনের বিষয় ও কোর্সের ফ্রি রিসোর্সের পাশাপাশি স্যাটের জন্যও বিনা মূল্যে সেবা দিয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য রয়েছে অনুশীলনী, নমুনা প্রশ্ন।
তাদের ওয়েবসাইটে থাকা আটটি পরীক্ষা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কোথায় কোথায় ভুল করেছেন, তার উত্তর পেয়ে যাবেন। তাদের নমুনা প্রশ্ন, প্র্যাকটিস শিট, ভিডিও, ক্লাসগুলো আপনার স্কোর ভালো করতে আরও সহযোগিতা করবে। তাদের ইন্টার্যাক্টিভ সাইটে অ্যাকাউন্ট তৈরি করে স্যাটের প্রতি সেকশনের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা দিতে পারবেন। এরপর পরীক্ষা শেষে আপনাকে জানাবে যে কোন লেভেলে আপনাকে আরও ভালো করতে হবে এবং আরও ভালো স্কোরের জন্য কেমন প্রশ্ন সমাধান করতে হবে। আরও আছে সাব-টপিক ফিচার, যেখানে পড়াশোনার রুটিন কীভাবে তৈরি করবেন, কীভাবে পড়াশোনা করবেন, আপনার কেমন উন্নতি হচ্ছে—সব দেখতে পারবেন।
ওয়েবসাইট: https://www. khanacademy.org
ক্র্যাকস্যাট.নেট
বিগত বছরের স্যাটের প্রশ্ন এই সাইটে মিলবে। এই প্রশ্নগুলো চাইলে বিনা মূল্যেও ডাউনলোড করে রাখা যাবে। এসব প্রশ্ন অনুশীলনের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন। প্রশ্নের কাঠামো সম্পর্কে একটা ধারণাও পাবেন, যা ভালো স্কোর করতে সহায়ক। পরীক্ষা দেওয়ার পর কী কী ভুল করেছেন তা দেখে নিতে ভুলবেন না। শুধু অফিশিয়াল অনুশীলন প্রশ্ন না, পরীক্ষার স্ট্র্যাটেজি-সংক্রান্ত তথ্যও পাবেন এখানে।
ওয়েবসাইট: http://cracksat.net
দ্য প্রিন্সটন রিভিউ
এই ওয়েবসাইটেও আপনি বিনা খরচে পরীক্ষা দিতে ও ফিডব্যাক নিতে পারবেন। চাইলে তাদের ফ্রি স্যাট অনলাইন কোর্সও করতে পারেন। প্রতিটি পরীক্ষা শেষে একটা প্রোগ্রেস রিপোর্ট পেয়ে যাবেন, যেখানে কোথায় আরও ভালো করতে হবে তা লেখা থাকবে। এর পাশাপাশি তারা স্যাট স্কোর ভালো করার উদ্দেশ্যে অসংখ্য ফ্রি সেমিনার, ইভেন্ট ও ওয়েবিনারেরও আয়োজন করে থাকে।
ওয়েবসাইট: https://www. princetonreview.com
কাপ্ল্যান
এখানকার নমুনা প্রশ্নগুলো বেশ উন্নত। আপনি এখানে ফ্রি অনলাইন কোর্স, মডেল টেস্ট, ওয়ার্ক আপ টেস্ট, ডেইলি টেস্ট, শর্ট স্যাট টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি ঝালাই করতে পারবেন। এসব প্রস্তুতি আপনার মূল পরীক্ষায় কার্যকর ভূমিকা রাখে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিস্তারিত স্কোর রিপোর্ট পাবেন। দুই সপ্তাহের জন্য কিছু নির্দেশনামূলক ভিডিও পাবেন।
ওয়েবসাইট: https://www.kaptest.com›sat
প্রেপস্কলার
আপনি যদি স্যাট স্টাডি গাইড খুঁজে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি আদর্শ জায়গা। আপনি যদি বুঝতে না পারেন যে কীভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তাহলে প্রেপস্কলারের স্টাডি প্ল্যান টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এখানে আরও পাবেন প্রয়োজনীয় ভোকাবুলারি লিস্ট, গণিতের সূত্র এবং গ্রামারের নিয়ম।
ওয়েবসাইট: https://www. prepscholar.com
মাগোশ
এখানকার সব প্রশ্ন বিনা মূল্যে না পেলেও, বেশ কিছু পেয়ে যাবেন। তাদের ব্লগ সেকশনে রয়েছে নানান টিপস। শুধু তা-ই নয়, তাদের ওয়েবসাইট থেকে কোয়েশ্চেন অব দ্য ডে, ফ্ল্যাশ কার্ড, প্রশ্ন ও ইউটিউবে নানান শর্ট ভিডিও পাবেন।
ওয়েবসাইট: https://www. magoosh.com
এগুলোর পাশাপাশি দ্য ক্রিটিক্যাল রিডার, এরিক দ্য রেড, ভার্সিটি টিউটর, ভেরিটাস প্রেপ উল্লেখযোগ্য। মূল স্যাট পরীক্ষায় বসার অন্তত তিন মাস আগে এসব ওয়েবসাইট থেকে অনুশীলন করলে ভালো স্কোর করা সম্ভব।
অনুবাদ: মুসাররাত আবির
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১১ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২ দিন আগে