জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে উপাচার্য বিরোধীদের ভরাডুবি হয়েছে। পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টি পদ পেয়েছেন উপাচার্য পক্ষের শিক্ষকগণ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। এই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মোতাহার হোসেন।
এ ছাড়া অন্যান্য পদে জয় লাভ করেন সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, কোষাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান। এ ছাড়া নির্বাহী সদস্যপদে অধ্যাপক এম শামীম কায়সার, ফাহমিদা আক্তার, বুলবুল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম জয় লাভ করেছেন।
অন্যদিকে উপাচার্য বিরোধী প্যানেল ‘শিক্ষক ঐক্য ফোরাম’ থেকে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, সদস্যপদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সর্বদাই একটি সুন্দর শিক্ষক সমিতি চেয়েছি। যাদের মাধ্যমে ২০৪১ সালের লক্ষ্য পূরণের জন্য একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। অবকাঠামো ও গবেষণাতে উৎকর্ষ সাধন করা যায়।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকে তাঁর জায়গা থেকে কাজ করুক। তবে মাঝে মাঝেই শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় থামিয়ে দেওয়া এবং মুখ থুবড়ে ফেলার রাজনীতি করে। কিন্তু আমরা সবাইকে সঙ্গে নিয়ে গঠনমূলক কাজ করতে চাই। কারণ আমাদের প্যানেলের সবাই মেধাবী ও যোগ্য।’
অধ্যাপক ফারজানা ইসলাম নতুন শিক্ষক সমিতির কাছে মেধা ও জ্ঞান চর্চার পাশাপাশি মানবিকতার চর্চা করতে আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রশাসনকে সহায়তা করব।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৬০২ ভোটের মধ্যে ৫৭৮ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র থেকে ৩২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে উপাচার্য বিরোধীদের ভরাডুবি হয়েছে। পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টি পদ পেয়েছেন উপাচার্য পক্ষের শিক্ষকগণ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। এই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মোতাহার হোসেন।
এ ছাড়া অন্যান্য পদে জয় লাভ করেন সহসভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, কোষাধ্যক্ষ পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান। এ ছাড়া নির্বাহী সদস্যপদে অধ্যাপক এম শামীম কায়সার, ফাহমিদা আক্তার, বুলবুল আহমেদ, অধ্যাপক মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম জয় লাভ করেছেন।
অন্যদিকে উপাচার্য বিরোধী প্যানেল ‘শিক্ষক ঐক্য ফোরাম’ থেকে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা, সদস্যপদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সর্বদাই একটি সুন্দর শিক্ষক সমিতি চেয়েছি। যাদের মাধ্যমে ২০৪১ সালের লক্ষ্য পূরণের জন্য একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। অবকাঠামো ও গবেষণাতে উৎকর্ষ সাধন করা যায়।’
উপাচার্য আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকে তাঁর জায়গা থেকে কাজ করুক। তবে মাঝে মাঝেই শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় থামিয়ে দেওয়া এবং মুখ থুবড়ে ফেলার রাজনীতি করে। কিন্তু আমরা সবাইকে সঙ্গে নিয়ে গঠনমূলক কাজ করতে চাই। কারণ আমাদের প্যানেলের সবাই মেধাবী ও যোগ্য।’
অধ্যাপক ফারজানা ইসলাম নতুন শিক্ষক সমিতির কাছে মেধা ও জ্ঞান চর্চার পাশাপাশি মানবিকতার চর্চা করতে আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘শিক্ষকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রশাসনকে সহায়তা করব।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৬০২ ভোটের মধ্যে ৫৭৮ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র থেকে ৩২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) রাহেলা রহমত উল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেবর্তমানে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি একটি বড় আকর্ষণ। এর মধ্যে ভারতের আইসিসিআর (ICCR) বৃত্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্কলারশিপে আবেদন করার সময় একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রবন্ধ বা ‘Essay’ লেখা। এটি কেবল আপনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নয়...
১৬ ঘণ্টা আগেআগামী ১৭ ও ২৪ মে (দুই শনিবার) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
১ দিন আগেবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শত শত শিক্ষার্থী গবেষণা নিয়ে পড়ে থাকেন অন্ধকারে। একে একে বছর পেরোয়, স্নাতকোত্তরও শেষ হয়ে যায়, কিন্তু গবেষণার স্বাদ গ্রহণ করা হয় না। ঠিক সেই জায়গা থেকেই দুটি অ্যাপ বদলে দিচ্ছে তরুণ গবেষকদের গল্প। ‘গবেষণা ১০১’ এবং ‘গবেষণায় হাতেখড়ি’—এ দুটি মোবাইল অ্যাপ, যা স্মার্টফোনের
২ দিন আগে