Ajker Patrika

চীনে শানডং ইউনিভার্সিটি বৃত্তি, আবেদন করুন এখনই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২৭
চীনে শানডং ইউনিভার্সিটি বৃত্তি, আবেদন করুন এখনই

চীনের শানডং প্রদেশের জিনান শহরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় শানডং ইউনিভার্সিটি। এটি ১৯০১ সালে প্রতিষ্ঠা করা হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৪ সেশনের আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করেছে চীনা সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।  

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে চীন ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে।
  • ভালো মন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • স্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
  • ডক্টরাল প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
  • স্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২৫ বছরের কম হতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।
  • ডক্টরাল প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে।
  • আবেদনকারীকে এসডিইউ বৃত্তি পাওয়ার সময়কালে চীনা সরকারের অর্থায়নে অন্য কোনো বৃত্তি দেওয়া হবে না। 

ইংরেজি ভাষায় দক্ষতা
১. যেসব আবেদনকারীর মাতৃভাষা ইংরেজি, তাঁদের ইংরেজি ভাষার সনদ প্রয়োজন হবে না।
২. যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, তাঁদের যা যা লাগবে—  

  • আইইএলটিএস ৬ বা এর বেশি স্কোর থাকতে হবে।
  • টোফেল ৮০ পয়েন্ট বা এর বেশি
  • এসডিইউর ডিআই কোড: সি২৯৬
  • মাইবেস্ট স্কোর ৮০ পয়েন্ট বা এর বেশি
  • প্রয়োজনীয় আবশ্যিক পরীক্ষায় ৮ পয়েন্ট থাকতে হবে অথবা  ইংরেজি দক্ষতার অন্যান্য সমতুল্য সনদ জমা দিতে হবে।
  • যেসব আবেদনকারীর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা প্রতিষ্ঠানের প্রাথমিক ভাষা ইংরেজি, তাঁদের আইইএলটিএস অথবা টোফেল স্কোরের প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠানের প্রশাসন স্বাক্ষরিত ও স্ট্যাম্পযুক্ত একটি চিঠি জমা দিতে হবে, যা প্রমাণ করবে শিক্ষার্থীর অধ্যয়নের পুরো প্রোগ্রামটি ইংরেজি ভাষায় পরিচালিত হয়েছিল। 

বৃত্তির সুযোগ-সুবিধা
এতে দুই ধরনের বৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে। যেমন সম্পূর্ণ বৃত্তি এবং আংশিক বৃত্তি। সম্পূর্ণ বৃত্তিগুলো হলো—

  • শিক্ষাদান খরচ
  • জীবিকা ভাতা
  • বাসস্থান এবং
  • চিকিৎসা বিমা

আংশিক বৃত্তিগুলো হলো—

  • টিউশন এবং
  • চিকিৎসা বিমা। 

স্টাডি প্রোগ্রাম এবং সময়কাল

  • স্নাতক প্রোগ্রাম (৪, ৫ ও ৬ বছর)
  • স্নাতকোত্তর প্রোগ্রাম (৩ বছর)
  • পিএইচডি প্রোগ্রাম (৪ বছর) 

আবেদন প্রক্রিয়া: মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের এসডিইউ অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।  অফিশিয়াল ওয়েবসাইট লিংক

আবেদনের শেষ সময়সীমা: ১ মার্চ ২০২৪। ১ আগস্ট ২০২৪ চূড়ান্ত ফল ঘোষণা করা হতে পারে। 

অনুবাদ: আবিদা সুলতানা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত