উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে। এর মধ্যে দেশে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাঁদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এটি মূলত মানবিকের শিক্ষার্থীদের জন্য হলেও বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই ইউনিটে প্রথম হওয়া অয়ন চক্রবর্তী।
অয়ন চক্রবর্তী
অনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন। এ ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ ও শিক্ষকদের দিকনির্দেশনা জরুরি। তবে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।
মানবণ্টন বোঝা ও প্রশ্নব্যাংক সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের সঙ্গে আরেক ইউনিটের মানবণ্টনের মিল নেই। আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনের সঙ্গে অন্যটির মানবণ্টনের পার্থক্য লক্ষ করা যায়। তাই মানবণ্টনের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মানবণ্টন বুঝতে হলে প্রশ্নব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা সমন্বয় করে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়ভিত্তিক পরামর্শ
২০ মিনিট বরাদ্দ থাকে ইংরেজি লিখিত অংশের জন্য। তার মধ্যে একটি প্যারাগ্রাফ থাকে ১০ মার্কসের। সে ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে এক পৃষ্ঠার প্যারাগ্রাফ লেখার চর্চা ফলপ্রসূ হতে পারে। এভাবে নিয়মিত লিখলে জড়তা দূর হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মৌলিক বিষয়াবলি ও সাম্প্রতিক তথ্য পড়তে হয়। মানচিত্র ধরে পড়া, টেকনিকের সাহায্যে মনে রাখা, নিয়মিত পত্রিকা পড়া বা টেলিভিশনের খবর দেখা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সহজ করে। বহুনির্বাচনি অংশের মধ্যে সবচেয়ে বেশি নম্বর সাধারণ জ্ঞান অংশে। এ বিষয়ের পরিধি বিস্তৃত। তাই নিয়মিত নিজের দেশ ও বহির্বিশ্বের বিষয়ে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে, যা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সমৃদ্ধ ও সহজ করবে।
লিখিত পরীক্ষার প্রস্তুতি
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করা লিখিত অংশে ভালো করার পূর্বশর্ত। তাই বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দের ব্যাখ্যা জানা ও পড়া প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন প্রতিদিন লেখার অভ্যাস করা। প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং অনুশীলন করলে লেখা জড়তামুক্ত হবে এবং চিন্তার পরিধি বাড়বে।
গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার
অনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন। এ ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ ও শিক্ষকদের দিকনির্দেশনা জরুরি। তবে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।
মানবণ্টন বোঝা ও প্রশ্নব্যাংক সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের সঙ্গে আরেক ইউনিটের মানবণ্টনের মিল নেই। আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনের সঙ্গে অন্যটির মানবণ্টনের পার্থক্য লক্ষ করা যায়। তাই মানবণ্টনের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মানবণ্টন বুঝতে হলে প্রশ্নব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা সমন্বয় করে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়ভিত্তিক পরামর্শ
২০ মিনিট বরাদ্দ থাকে ইংরেজি লিখিত অংশের জন্য। তার মধ্যে একটি প্যারাগ্রাফ থাকে ১০ মার্কসের। সে ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে এক পৃষ্ঠার প্যারাগ্রাফ লেখার চর্চা ফলপ্রসূ হতে পারে। এভাবে নিয়মিত লিখলে জড়তা দূর হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মৌলিক বিষয়াবলি ও সাম্প্রতিক তথ্য পড়তে হয়। মানচিত্র ধরে পড়া, টেকনিকের সাহায্যে মনে রাখা, নিয়মিত পত্রিকা পড়া বা টেলিভিশনের খবর দেখা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সহজ করে। বহুনির্বাচনি অংশের মধ্যে সবচেয়ে বেশি নম্বর সাধারণ জ্ঞান অংশে। এ বিষয়ের পরিধি বিস্তৃত। তাই নিয়মিত নিজের দেশ ও বহির্বিশ্বের বিষয়ে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে, যা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সমৃদ্ধ ও সহজ করবে।
লিখিত পরীক্ষার প্রস্তুতি
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করা লিখিত অংশে ভালো করার পূর্বশর্ত। তাই বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দের ব্যাখ্যা জানা ও পড়া প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন প্রতিদিন লেখার অভ্যাস করা। প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং অনুশীলন করলে লেখা জড়তামুক্ত হবে এবং চিন্তার পরিধি বাড়বে।
গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার
প্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ ঘণ্টা আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
৯ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
১৪ ঘণ্টা আগেদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১ দিন আগে