উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে। এর মধ্যে দেশে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাঁদের প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এটি মূলত মানবিকের শিক্ষার্থীদের জন্য হলেও বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই ইউনিটে প্রথম হওয়া অয়ন চক্রবর্তী।
অয়ন চক্রবর্তী
অনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন। এ ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ ও শিক্ষকদের দিকনির্দেশনা জরুরি। তবে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।
মানবণ্টন বোঝা ও প্রশ্নব্যাংক সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের সঙ্গে আরেক ইউনিটের মানবণ্টনের মিল নেই। আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনের সঙ্গে অন্যটির মানবণ্টনের পার্থক্য লক্ষ করা যায়। তাই মানবণ্টনের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মানবণ্টন বুঝতে হলে প্রশ্নব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা সমন্বয় করে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়ভিত্তিক পরামর্শ
২০ মিনিট বরাদ্দ থাকে ইংরেজি লিখিত অংশের জন্য। তার মধ্যে একটি প্যারাগ্রাফ থাকে ১০ মার্কসের। সে ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে এক পৃষ্ঠার প্যারাগ্রাফ লেখার চর্চা ফলপ্রসূ হতে পারে। এভাবে নিয়মিত লিখলে জড়তা দূর হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মৌলিক বিষয়াবলি ও সাম্প্রতিক তথ্য পড়তে হয়। মানচিত্র ধরে পড়া, টেকনিকের সাহায্যে মনে রাখা, নিয়মিত পত্রিকা পড়া বা টেলিভিশনের খবর দেখা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সহজ করে। বহুনির্বাচনি অংশের মধ্যে সবচেয়ে বেশি নম্বর সাধারণ জ্ঞান অংশে। এ বিষয়ের পরিধি বিস্তৃত। তাই নিয়মিত নিজের দেশ ও বহির্বিশ্বের বিষয়ে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে, যা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সমৃদ্ধ ও সহজ করবে।
লিখিত পরীক্ষার প্রস্তুতি
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করা লিখিত অংশে ভালো করার পূর্বশর্ত। তাই বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দের ব্যাখ্যা জানা ও পড়া প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন প্রতিদিন লেখার অভ্যাস করা। প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং অনুশীলন করলে লেখা জড়তামুক্ত হবে এবং চিন্তার পরিধি বাড়বে।
গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার
অনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন। এ ক্ষেত্রে অভিভাবকদের পরামর্শ ও শিক্ষকদের দিকনির্দেশনা জরুরি। তবে নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।
মানবণ্টন বোঝা ও প্রশ্নব্যাংক সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ইউনিটের সঙ্গে আরেক ইউনিটের মানবণ্টনের মিল নেই। আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মানবণ্টনের সঙ্গে অন্যটির মানবণ্টনের পার্থক্য লক্ষ করা যায়। তাই মানবণ্টনের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মানবণ্টন বুঝতে হলে প্রশ্নব্যাংক ভালোভাবে বিশ্লেষণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। আবার কিছু বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা সমন্বয় করে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়ে নৈর্ব্যক্তিক পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়ভিত্তিক পরামর্শ
২০ মিনিট বরাদ্দ থাকে ইংরেজি লিখিত অংশের জন্য। তার মধ্যে একটি প্যারাগ্রাফ থাকে ১০ মার্কসের। সে ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে এক পৃষ্ঠার প্যারাগ্রাফ লেখার চর্চা ফলপ্রসূ হতে পারে। এভাবে নিয়মিত লিখলে জড়তা দূর হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মৌলিক বিষয়াবলি ও সাম্প্রতিক তথ্য পড়তে হয়। মানচিত্র ধরে পড়া, টেকনিকের সাহায্যে মনে রাখা, নিয়মিত পত্রিকা পড়া বা টেলিভিশনের খবর দেখা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সহজ করে। বহুনির্বাচনি অংশের মধ্যে সবচেয়ে বেশি নম্বর সাধারণ জ্ঞান অংশে। এ বিষয়ের পরিধি বিস্তৃত। তাই নিয়মিত নিজের দেশ ও বহির্বিশ্বের বিষয়ে নতুন কিছু জানার চেষ্টা করতে হবে, যা সাধারণ জ্ঞানের প্রস্তুতিকে সমৃদ্ধ ও সহজ করবে।
লিখিত পরীক্ষার প্রস্তুতি
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত প্রশ্নের উত্তর দিতে হয়। পাঠ্যবই ভালোভাবে আয়ত্ত করা লিখিত অংশে ভালো করার পূর্বশর্ত। তাই বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি লাইনের প্রতিটি শব্দের ব্যাখ্যা জানা ও পড়া প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন প্রতিদিন লেখার অভ্যাস করা। প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিং অনুশীলন করলে লেখা জড়তামুক্ত হবে এবং চিন্তার পরিধি বাড়বে।
গ্রন্থনা: শাহ বিলিয়া জুলফিকার
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩ দিন আগে