Ajker Patrika

সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি

শিক্ষা ডেস্ক
সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি

সিঙ্গাপুরে নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। দেশটির নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় দেশটির দ্বিতীয় প্রাচীনতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বেশির ভাগ র‌্যাঙ্কিং অনুসারে এনটিইউ প্রায়ই বিশ্বের শীর্ষ ৩০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়। 

সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। বার্ষিক জীবনযাপন ভাতা হিসেবে শিক্ষার্থীদের সাড়ে ৬ হাজার সিঙ্গাপুর ডলার (৫ লাখ ৯৮ হাজার ২৯৭ টাকা) দেওয়া হবে। বাসস্থান ভাতা হিসেবে থাকছে ২ হাজার সিঙ্গাপুর ডলার (১ লাখ ৮৪ হাজার ৯১ টাকা)। এর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলির অধিকারী হতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি, পাসপোর্ট সাইজের ছবি ও রিকমেন্ডেশন লেটার।

সাক্ষাৎকার
শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। এ স্কলারশিপের সাক্ষাৎকার আগামী বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। 

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত