নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় প্রথম হয়েছেন কক্সবাজারের রাইয়ান সাদ আল-হক।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউতে ইংরেজিতে ৩০ নম্বরের মধ্যে ২১, গণিতে ২৫ এর মধ্যে সাড়ে ১০, বিশ্লেষণাত্মক দক্ষতায় ১৫ এর মধ্যে ১৫ পেয়েছেন রাইয়ান সাদ আল হক। আর লিখিত পরীক্ষায় বর্ণনামূলকে ৩০ এর মধ্যে ১৫ নম্বর পেয়েছেন তিনি। এ ছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষায় কমিউনিকেশন দক্ষতায় ২০ নম্বরের মধ্যে পেয়েছেন সাড়ে ১৭। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ১২০ এর মধ্যে রায়ান ৭৯ পেয়ে প্রথম হয়েছেন।
জানা যায়, রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন রাইয়ান সাদ আল-হক। তার বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেব কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার সদরে।
নিজের সাফল্যের বিষয়ে রাইয়ান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সেরা বিজনেস স্কুলে চান্স পেয়েই নয় কেবল, ১১ হাজার যোগ্য প্রার্থীর মধ্যে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করতে পেরে আমি বেশ আনন্দিত। মহান আল্লাহ, আমার বাবা-মা, শিক্ষক ও বন্ধুবান্ধবসহ যাঁরাই আমাকে এই সাফল্য স্পর্শ করতে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
সন্তানের এমন সাফল্যে উচ্ছসিত বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। ছেলের এই কৃতিত্বের পুরোটাই মায়ের অবদান বলে উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেন, শৈশব থেকে আমি ব্যক্তিগতভাবে সন্তানদের পড়ালেখার ব্যাপারে যত্নশীল ছিলাম। কিন্তু বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ব্যস্ততা এত বেড়ে যায় যে, আমি ছেলেদের পড়ালেখার খবর নেওয়ার সময় পাইনি, অথচ এ সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ছেলেটা নটরডেমে এইচএসসিতে ভর্তি হয়েছিল তখন। এইচএসসির পর যখন কোচিং শুরু হলে রাইয়ানের আম্মু বিরাট এক দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন। তিনি প্রতিদিন রাইয়ানের সাথে কোচিং-এ যেতেন। সঙ্গে একটি কুরআন শরিফ নিয়ে যেতেন। যতক্ষণ কোচিং চলত, অভিভাবককক্ষে কোরআন তেলাওয়াত করতে থাকতেন। কে কি মনে করল, তা পরোয়া না করেই। বাসায়ও প্রায় সময় তাঁকে কোরআন তেলাওয়াত ও দুআ দরুদে ব্যস্ত থাকতে দেখেছি। সন্তানের সাফল্যের জন্য একনিষ্ঠভাবে লেগে থাকার দৃষ্টান্ত।
ড. যুবাইর ছেলে রাইয়ানকে নসিহত করে বলেন, জাগতিক সাফল্যই একজন মুসলমানের প্রকৃত সফলতা নয়; মুমিনের প্রলম্বিত জীবনে পরকালীন সাফল্যই মুখ্য। দুনিয়ার মোহে পার্থিব সাফল্যের তোড়ে পরকালীন সফলতার জন্য প্রচেষ্টা যেন গৌন না হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় প্রথম হয়েছেন কক্সবাজারের রাইয়ান সাদ আল-হক।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউতে ইংরেজিতে ৩০ নম্বরের মধ্যে ২১, গণিতে ২৫ এর মধ্যে সাড়ে ১০, বিশ্লেষণাত্মক দক্ষতায় ১৫ এর মধ্যে ১৫ পেয়েছেন রাইয়ান সাদ আল হক। আর লিখিত পরীক্ষায় বর্ণনামূলকে ৩০ এর মধ্যে ১৫ নম্বর পেয়েছেন তিনি। এ ছাড়া দ্বিতীয় ধাপের পরীক্ষায় কমিউনিকেশন দক্ষতায় ২০ নম্বরের মধ্যে পেয়েছেন সাড়ে ১৭। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ১২০ এর মধ্যে রায়ান ৭৯ পেয়ে প্রথম হয়েছেন।
জানা যায়, রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন রাইয়ান সাদ আল-হক। তার বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেব কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার সদরে।
নিজের সাফল্যের বিষয়ে রাইয়ান আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশের সেরা বিজনেস স্কুলে চান্স পেয়েই নয় কেবল, ১১ হাজার যোগ্য প্রার্থীর মধ্যে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করতে পেরে আমি বেশ আনন্দিত। মহান আল্লাহ, আমার বাবা-মা, শিক্ষক ও বন্ধুবান্ধবসহ যাঁরাই আমাকে এই সাফল্য স্পর্শ করতে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
সন্তানের এমন সাফল্যে উচ্ছসিত বাবা ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। ছেলের এই কৃতিত্বের পুরোটাই মায়ের অবদান বলে উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেন, শৈশব থেকে আমি ব্যক্তিগতভাবে সন্তানদের পড়ালেখার ব্যাপারে যত্নশীল ছিলাম। কিন্তু বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ব্যস্ততা এত বেড়ে যায় যে, আমি ছেলেদের পড়ালেখার খবর নেওয়ার সময় পাইনি, অথচ এ সময়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় ছেলেটা নটরডেমে এইচএসসিতে ভর্তি হয়েছিল তখন। এইচএসসির পর যখন কোচিং শুরু হলে রাইয়ানের আম্মু বিরাট এক দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন। তিনি প্রতিদিন রাইয়ানের সাথে কোচিং-এ যেতেন। সঙ্গে একটি কুরআন শরিফ নিয়ে যেতেন। যতক্ষণ কোচিং চলত, অভিভাবককক্ষে কোরআন তেলাওয়াত করতে থাকতেন। কে কি মনে করল, তা পরোয়া না করেই। বাসায়ও প্রায় সময় তাঁকে কোরআন তেলাওয়াত ও দুআ দরুদে ব্যস্ত থাকতে দেখেছি। সন্তানের সাফল্যের জন্য একনিষ্ঠভাবে লেগে থাকার দৃষ্টান্ত।
ড. যুবাইর ছেলে রাইয়ানকে নসিহত করে বলেন, জাগতিক সাফল্যই একজন মুসলমানের প্রকৃত সফলতা নয়; মুমিনের প্রলম্বিত জীবনে পরকালীন সাফল্যই মুখ্য। দুনিয়ার মোহে পার্থিব সাফল্যের তোড়ে পরকালীন সফলতার জন্য প্রচেষ্টা যেন গৌন না হয়।’
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৭ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৮ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৮ ঘণ্টা আগে