Ajker Patrika

বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
বশেমুরবিপ্রবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইবি শাখা। 

সংগঠনটির অর্থ-সম্পাদক রনি সাহার সঞ্চালনায় মানববন্ধনে সাবেক সভাপতি ইবনে মনির হোসেন ও বর্তমান সভাপতি আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় সংগঠনটির সহসভাপতি সাখাওয়াত হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মস্থানে গণধর্ষণের ঘটনা জাতির জন্য লজ্জাজনক। 

সংগঠনটির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় ধর্ষণের ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য প্রশাসন ও সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত