Ajker Patrika

মেডিকেলে ভর্তি পরীক্ষা: কোটায় উত্তীর্ণদের নথিপত্র যাচাইয়ের সিদ্ধান্ত, ১৯৩ জনের ভর্তি স্থগিত

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০: ১২
সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবিতে শহীদ মিনারের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবিতে শহীদ মিনারের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল রোববার। এরপরই মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের বিষয়ে বিতর্ক উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এমবিবিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদপত্র যাচাইয়ে নেমেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালার ৯ (৩) অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থী, ২৭ থেকে ২৯ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটা সংক্রান্ত দলিলাদি ২১ জানুয়ারি (মঙ্গলবার) ই–মেইলের ([email protected]) মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৯৩ জনের ফল স্থগিত করা হয়েছে কিনা এমন প্রশ্নে অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজকের পত্রিকাকে আজ সন্ধ্যায় বলেন, ‘আমরা বলছি না যে, ফলাফল স্থগিত। তবে আমরা এই কয়দিন যাচাই–বাছাই করব। এটা আমাদের রুটিন কার্যক্রম। এই সময়ের মধ্যে অন্য কোনো কার্যক্রম চলবে না। আপনি চাইলে এটা স্থগিত বলতে পারেন, আবার না চাইলে নাও বলতে পারেন। যাচাই–বাছাইয়ে কারও ত্রুটি ধরা পড়লে তার ফলাফল স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাবে।’

এদিকে সোমবার রাত পৌনে ৮টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজ ২০২৪–২৫ শিক্ষবর্ষের ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য এটি প্রযোজ্য হবে। তাঁদের নাতি–নাতনি বা অন্য কারও জন্য প্রযোজ্য হবে না।

এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতিমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের প্রমাণাদি নির্ধারিত তারিখের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যাচাই করবে। এতে কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। অবশিষ্টদের ভর্তিসহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত