Ajker Patrika

বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ডএকিউএর কার্যক্রম সম্প্রসারণ, কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা

শাহীন রেজা। ছবি: সংগৃহীত
শাহীন রেজা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালে শিক্ষার আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যোগ করতে অক্সফোর্ডএকিউএ তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অভিজ্ঞ শিক্ষাবিদ শাহীন রেজাকে বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে।

অক্সফোর্ডএকিউএ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড একিউএর যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে ২২টি জিসিএসই, ১৪টি এএস ও এ-লেভেল কোর্স পরিচালনা করছে একিউএ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ফেয়ার অ্যাসেসমেন্ট’ নীতি মূল্যায়নের কাজও করছে।

বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্কুলগুলোর জন্য একটি আধুনিক ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি করেছে; যা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।

অক্সফোর্ডএকিউএর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্বে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শাহীন রেজার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে আমাদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা নতুন সুযোগ পাবে।’

দক্ষিণ এশিয়ায় যুক্তরাজ্যের কারিকুলাম পরিচালনা ও শিক্ষা গবেষণায় ২৫ বছরের অভিজ্ঞতা থাকা শাহীন রেজা নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি ও একিউএ বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ ও নেপালে এই কার্যক্রমের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি শিক্ষাবিদ, স্কুল লিডার ও অংশীজনদের সঙ্গে মিলে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করতে চাই।’

অক্সফোর্ডএকিউএ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও বিনা মূল্যে প্রশিক্ষণ, ওয়েবিনার ও পাঠ্য সহায়তা প্রদান করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কারিকুলাম চালু করেছে, যা আরলি ইয়ারস থেকে লোয়ার সেকেন্ডারি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি সামগ্রিক শিক্ষাক্রম।

বিশ্বের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই পাঠ্যক্রম গ্রহণ করেছে। যা শিক্ষার্থীদের সাস্টেইনেবিলিটি, গ্লোবাল স্কিলস এবং মানসিক সুস্থতা বিষয়ে প্রশিক্ষিত করছে।

অক্সফোর্ডএকিউএর সম্প্রসারণের ফলে বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীরা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ পাবে। শাহীন রেজার নেতৃত্বে এই অঞ্চলের শিক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত