Ajker Patrika

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

জানা যায়, আজ স্নাতক ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাজিল (স্নাতক/সম্মান) ৪র্থ বর্ষের পরীক্ষা-২০১৭ ও ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের পরীক্ষা-২০১৮ এর ফল প্রকাশিত হয়েছে। 

ফাজিল স্নাতক ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এ অংশ নেওয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের পরীক্ষা-২০১৭ এ অংশ নেওয়া ৬৪৯ জনের মধ্যে ৬৩৮ জন ও ফাজিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের পরীক্ষা-২০১৮ এ ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। এতে পাশের হার যথাক্রমে শতকরা ১০০,৯৮ দশমিক ৩১ ও ৯৮ দশমিক ৪৯ ভাগ। 

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ফল প্রকাশকালে উপস্থিত ছিলেন-ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ রেজিস্ট্রার আব্দুর রশিদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত