Ajker Patrika

ইবির পঞ্চম মেধাতালিকা প্রকাশ

ইবি প্রতিনিধি
ইবির পঞ্চম মেধাতালিকা প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্য থেকে পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

তিন ইউনিটের পঞ্চম মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। 

মেধাতালিকায় থাকা ৬২ জন শিক্ষার্থীকে বিভাগ না দিয়ে তাদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। 

তালিকায় ‘এ’ ইউনিটে ১৫০ থেকে ১৬৪, ‘বি’ ইউনিটে ২৩৫ থেকে ২৬৯ এবং ‘সি’ ইউনিটে ৮৭ থেকে ১০০ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীরা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। 

মেধা তালিকায় বিভাগ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ বেলা ২টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। আর যারা অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ওই দিনই দুপুর ২টা থেকে আসন খালি থাকা সাপেক্ষে তাদের সাক্ষাৎকার ও তাৎক্ষণিক বিভাগ দেওয়া হবে। 

তাদের ১৪ মার্চের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। এরপরও আসন খালি থাকলে, ওই দিনই পরের মেধাতালিকা প্রকাশ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত