Ajker Patrika

শর্ত সাপেক্ষে ৫ অক্টোবর ঢাবির হল খোলার সুপারিশ

প্রতিনিধি, ঢাবি
শর্ত সাপেক্ষে ৫ অক্টোবর ঢাবির হল খোলার সুপারিশ

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে চূড়ান্ত করা হবে। 

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল বাছিরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন। 

অধ্যাপক আকরাম বলেন, 'এক ডোজ টিকা নেওয়ার শর্তে অনার্স চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থীদর জন্য হল খোলার সুপারিশ করেছি। ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা, বিশ্ববিদ্যালয় মেডিকেলে করোনা টেস্ট করার ব্যবস্থা এবং যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জাতীয় পরিচয়পত্র করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে বুথ স্থাপন করার সুপারিশ করা হয়।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত