Ajker Patrika

মালয়েশিয়া সরকারের এমটিসিপি বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৫, ০৮: ৫৩
মালয়েশিয়া সরকারের এমটিসিপি বৃত্তি

মালয়েশিয়ার সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া অন্যান্য ভাতা হিসেবে শিক্ষার্থীদের সাড়ে ৩ হাজার রিঙ্গিত (৯৯ হাজার ২১০ টাকা) দেওয়া হবে। এ ছাড়া থাকছে ভিসা ফি, ভ্রমণ ভাতা, বাড়িভাড়া ভাতা, ব্যবহারিক প্রশিক্ষণ ভাতা ইত্যাদি।

অর্থ প্রদানের পদ্ধতি

শিক্ষার্থীদের সঞ্চয় অ্যাকাউন্টে মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব ভাতা এবং অন্যান্য সুবিধার অর্থ পাঠানো হবে। এর জন্য শিক্ষার্থীদের দেশটির ইসলাম ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল, অর্থনীতি, ব্যবস্থাপনা ও ব্যাংকিং, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান ও কৃষি।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে

মালয়া বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া পার্লিস বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া সারাওয়াক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া পাহাং বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া তেরেঙ্গানু, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সাবাহ, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্টান, সুলতান জয়নাল আবিদীন বিশ্ববিদ্যালয়।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, পাসপোর্টের কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের একটি কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টে কপি, ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার কপি, দুটি সুপারিশপত্র, জীবনবৃত্তান্ত ও মেডিকেল পরীক্ষার সনদ।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের ৪৫ বছরের বেশি হওয়া যাবে না। স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর ৬ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এ বিষয়ে ডাক্তারি সনদের প্রমাণপত্র থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৩ জুন, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত