নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর এক মাসের মধ্যেই নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ জন্য বাংলাদেশের শাখা ক্যাম্পাসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ –এর বিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস লঙ্ঘন করেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় যথাযথ জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস দেওয়া হলেও সাড়া দেননি ইউজিসি সচিব ফেরদৌস জামান।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।
জানতে চাইলে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘প্রয়োজন না থাকলেও বিদেশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সমিতি থেকে লিখিত আপত্তি জানিয়েছিলাম। বিনা প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা একটি দুরভিসন্ধিমূলক।
কবির হোসেন আরও বলেন, ‘এতে উচ্চশিক্ষার সীমাহীন ক্ষতি হবে। সার্টিফিকেট বাণিজ্য হবে। এ বিষয়ে ইউজিসির আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে ইউসিএসআই ইউনিভার্সিটি। এর ক্যাম্পাস ঢাকার বনানীতে অবস্থিত। এরপর গত ১ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শিক্ষামন্ত্রী দীপু মনি এর ক্যাম্পাস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন ও বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর এক মাসের মধ্যেই নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ জন্য বাংলাদেশের শাখা ক্যাম্পাসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ –এর বিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস লঙ্ঘন করেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় যথাযথ জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস দেওয়া হলেও সাড়া দেননি ইউজিসি সচিব ফেরদৌস জামান।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।
জানতে চাইলে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘প্রয়োজন না থাকলেও বিদেশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সমিতি থেকে লিখিত আপত্তি জানিয়েছিলাম। বিনা প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা একটি দুরভিসন্ধিমূলক।
কবির হোসেন আরও বলেন, ‘এতে উচ্চশিক্ষার সীমাহীন ক্ষতি হবে। সার্টিফিকেট বাণিজ্য হবে। এ বিষয়ে ইউজিসির আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে ইউসিএসআই ইউনিভার্সিটি। এর ক্যাম্পাস ঢাকার বনানীতে অবস্থিত। এরপর গত ১ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শিক্ষামন্ত্রী দীপু মনি এর ক্যাম্পাস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন ও বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
১৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
২০ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১ দিন আগে