চার সংস্থার সঙ্গে মতের অমিল পুলিশের
আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক, তল্লাশি ও মালপত্র জব্দ করার ক্ষমতা দিতে সরকার উদ্যোগ নিলে তা পুলিশ বাহিনীর প্রকাশ্য আপত্তির মুখে পড়ে। ‘আটক ও তল্লাশির’ ক্ষমতা না দিয়েই ২ নভেম্বর ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ পাস করা হয় জাতীয় সংসদে।