কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত থেকে আসামি ছিনিয়ে নেওয়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় পুলিশের পোশাক ধরে টানাটানি ও ধস্তাধস্তি করা হয়।