Ajker Patrika

নিখোঁজের ২২ দিন পর কিশোরের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৯
নিখোঁজের ২২ দিন পর কিশোরের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাহুবল উপজেলার সুমন মুন্ডা নামের এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুর চা-বাগানের পাশের বনবিট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সুমন মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে। 

জানা যায়, সুমন মুন্ডার সঙ্গে প্রতিবেশী সুনীল মুন্ডার মেয়ের দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। প্রেমের ধারাবাহিকতায় ওই কিশোরীর সঙ্গে সুমন ফেসবুকে পোস্ট করে। গত ২৩ ডিসেম্বর ফেসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সঙ্গে কিশোরীর ভাই বুধু মুন্ডার মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বুধু উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাঁকে থামিয়ে দেন। পরে দুজন দুই দিকে চলে যায়। 

সুমনের পরিবার সূত্রে জানা যায়, ছবি পোস্টের জের ধরে বুধু ও সুমনের মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর থেকে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনার ২২ দিন পর আজ পুটিজুরি বনবিটের ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত