Ajker Patrika

কমলগঞ্জে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু

কমলগঞ্জে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, নিহতের নাম আব্দুল গফুর (৫৮)। তিনি একই এলাকার আব্দুল জব্বারের ছেলে। একই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মা হাছনাতুন নেছা (৪৫)। এ ঘটনার পর থেকে ছেলে জহিরুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে আব্দুল গফুর গ্রামের এক বাড়িতে দাওয়াত খেয়ে রাত ১১টায় ঘরে ফেরেন। রাতে বাবার সঙ্গে ছেলে জহিরের বাগ্‌বিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এ সময় ছেলের মা হাছনানুত নেছা স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও আঘাত করে পালিয়ে যান ছেলে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে রাতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে তাদের চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। আর মা হাছনাতুন নেছা বর্তমানে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ছেলে প্রায় সময় মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতেন। 

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, গফুর মিয়ার ছেলে জহিরুল এর আগেও দুবার তাঁর বাবাকে মারধর করেছে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলেকে ধরার জন্য পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত