প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
বৃদ্ধ দম্পতির একমাত্র অবলম্বন চারটি গরু। গত বুধবার সেগুলোই চুরি হয়ে গেছে। কিন্তু পরদিন বাড়িতে ছুটে এসেছে একটি বাছুর। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বানেশ্বরে। এলাকাবাসী জানান, বৃদ্ধ তারা মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল দুটি গাভী। প্রতিদিন দুটি গাভী থেকে ১০ কেজি দুধ পেতেন। এই দুধ বিক্রি করে চলতো তাঁদের সংসার।
গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব।
তারা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বাছুরটা চোরের কাছ থেকে ছুটে চলে আসে আমাদের কাছে। দুধ ছাড়া বাছুরটা কীভাবে এখন লালন পালন করবো বুঝতে পারছি না। এই বলেই বিলাপ করতে থাকেন তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে গরু ব্যবসায়ীর সংখ্যা বেশি। তাঁরাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আগে এ ধরনের ঘটনায় একজনের মুচলেকা নেওয়া হয়েছে। এসব চুরির ঘটনায় একজন জনপ্রতিনিধি জড়িত। বিষয়টি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী এ গ্রামেরই বাসিন্দা।
তারা মিয়ার ছোট ভাই নজু মিয়া বলেন, গত বছর গরু চুরির ঘটনায় গ্রামের দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকেই চোর চক্রের লোকজন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। চুরির বিষয়টি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপিকে জানিয়েছিলাম। এরপর থেকে ‘মন্ত্রী তোদের কীভাবে বাঁচায় দেখবো’ বলে হুমকি দিয়ে যাচ্ছে তাঁরা। আমরা আতংকের মধ্যে আছি।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
বৃদ্ধ দম্পতির একমাত্র অবলম্বন চারটি গরু। গত বুধবার সেগুলোই চুরি হয়ে গেছে। কিন্তু পরদিন বাড়িতে ছুটে এসেছে একটি বাছুর। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বানেশ্বরে। এলাকাবাসী জানান, বৃদ্ধ তারা মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল দুটি গাভী। প্রতিদিন দুটি গাভী থেকে ১০ কেজি দুধ পেতেন। এই দুধ বিক্রি করে চলতো তাঁদের সংসার।
গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব।
তারা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বাছুরটা চোরের কাছ থেকে ছুটে চলে আসে আমাদের কাছে। দুধ ছাড়া বাছুরটা কীভাবে এখন লালন পালন করবো বুঝতে পারছি না। এই বলেই বিলাপ করতে থাকেন তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে গরু ব্যবসায়ীর সংখ্যা বেশি। তাঁরাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আগে এ ধরনের ঘটনায় একজনের মুচলেকা নেওয়া হয়েছে। এসব চুরির ঘটনায় একজন জনপ্রতিনিধি জড়িত। বিষয়টি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী এ গ্রামেরই বাসিন্দা।
তারা মিয়ার ছোট ভাই নজু মিয়া বলেন, গত বছর গরু চুরির ঘটনায় গ্রামের দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকেই চোর চক্রের লোকজন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। চুরির বিষয়টি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপিকে জানিয়েছিলাম। এরপর থেকে ‘মন্ত্রী তোদের কীভাবে বাঁচায় দেখবো’ বলে হুমকি দিয়ে যাচ্ছে তাঁরা। আমরা আতংকের মধ্যে আছি।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫