Ajker Patrika

না জানিয়ে বিয়ে করায়...

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৯
না জানিয়ে বিয়ে করায়...

গাইবান্ধার পলাশবাড়ীতে না জানিয়ে বিয়ে করায় পদ্ম দাশ (৩৫) নামে এক যুবকের লিঙ্গ কর্তন করেছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোলা নামের এক বন্ধু। আজ মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় পদ্ম দাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।  পদ্ম উপজেলার আমলাগাছী হাট এলাকার অনন্ত দাশের ছেলে। 

স্থানীয়রা জানায়, পদ্মর সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোলার দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছে। বেশ কিছুদিন আগে পদ্ম তাঁর বন্ধু ভোলাকে না জানিয়ে বিয়ে করেন। এতে ভোলা মনে মনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

গতকাল সোমবার রাতে ভোলার নানার বাড়ি ছোট শিমুলতলা গ্রামে পদ্মকে দাওয়াত করেন। এ সময় পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। কিছুক্ষণ পর পদ্ম অচেতন হলে তাঁর বিশেষ অঙ্গ কর্তন করেন ভোলা। এতে পদ্ম চিৎকার শুরু করলে অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরই ভোলা বাড়ি থেকে পালিয়েছেন। আহত পদ্ম দাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত