Ajker Patrika

বটগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ২৭
বটগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের হারাগাছে বিষ্ণুচন্দ্র বর্মণ বিষু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার গভীর রাতে হারাগাছ থানার রাম গোবিন্দ গ্রামের শ্মশান এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বিষু রাম গোবিন্দ গ্রামের সুশীল চন্দ্র বর্মণের ছেলে। 

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, বিষ্ণু চন্দ্র বর্মণ বিষু একজন মানসিক রোগী। এর আগেও সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১১টার দিকে রাম গোবিন্দ শ্মশান এলাকার বটগাছে গলায় ফাঁস দেওয়া ও উলঙ্গ অবস্থায় বিষ্ণু চন্দ্র বর্মণকে ঝুলতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটগাছ থেকে বিষুর ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। 
 
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, রাতেই ওই যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় হারাগাছ থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত