আফ্রিকায় বিনা খরচে আম চাষে বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া
রাষ্ট্রদূত সাইদানী বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। পর্যটনের পাশাপাশি কৃষিখাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। আমরা বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে গিয়ে আম চাষের উপযোগিতা ও জমির গুণাগুণ যাচাই করতে চাই।’